সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন হচ্ছে: ভিসি ১৬ বছরপর উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত হলো দাউদকান্দি জামায়াতের কর্মী সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় সাদেকপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা মানবিক মালীগাঁও ইউনিয়নের আয়োজনে নিহতদের স্মরণে দোয়ার অনুষ্ঠান দাউদকান্দি উপজেলা জামায়াতের কমিটি গঠন বাহলুল-আমীর, মনিরুজ্জামান-সেক্রেটারী বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে নবীনগরে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন দিল্লি বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: মাসুদ সাঈদী ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে দাউদকান্দিতে বহুমুখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন দাউদকান্দি উপজেলা ও পৌরসভার নবনির্বাচিত আমীরদ্বয়ের শপথ অনুষ্ঠান উপলক্ষে রুকন সম্মেলন দোয়া কবুলের উত্তম সময় জুমার দিন | প্রধান খবর সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজ ও রাষ্ট্র পরিবর্তন হবে: সাংবাদিকনেতা মোশারফ দ্যা অ্যাকাউন্ট্যান্টস ক্লাবের এজিএম অনুষ্ঠিত নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সাকিব আল হাসানের সকল ব্যাংক হিসাব জব্দ রংপুরে জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন | প্রধান খবর সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির কমিটিতে সভাপতি ইকবাল-সম্পাদক সাব্বির | প্রধান খবর প্রতিরোধের মুখে ইরানে হামলার সমাপ্তি ঘোষণা ইসরায়েলের আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত | প্রধান খবর বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ

"আজকের আড্ডা টুপটাপ- এর সাথে"

"আজকের আড্ডা টুপটাপ- এর সাথে"
ওমর ফারুক নাজমুল। লেখক, সাংবাদিক ও ছড়াকার। শিশুএকাডেমী থেকে প্রকাশিত শিশু সাহিত্য পত্রিকাসহ একাধিক গণমাধ্যমে নিয়মিত লেখা ছাপা হয় তাঁর। কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুকিপুর গ্রামের বাসিন্দা তিঁনি।

ওই গ্রামে প্রতিবছর দেশের খ্যাতনামা কবি-সাহিত্যিকদের নিয়ে দিনব্যাপী মিলনমেলার আয়োজন করেন। "টুপটাপ ভবনে চলে সেই গল্প-আড্ডা। আমি গেল কয়েকবছর যাবত এই মিলন মেলায় অংশগ্রহন করে আসছি।

ওমর ফারুক নাজমুল দীর্ঘসময় ধরে পত্রিকায় লেখালেখি করে আসছেন। ভ্রমণ ও ফিচার লিখলেও। তার মূল সাহিত্য চর্চা- ছড়া ও কবিতাকে ঘিরে। তার লেখা বেশ কয়েককটি বই মেলায় প্রকাশিত হয়েছে।

লেখালেখির সুবাধে তার সাথে আমার পরিচয় প্রায় একযুগ। হাসিখুসি মেজাজে থাকেন তিনি। তাঁর নরম কন্ঠে কথা বলা, আর সুন্দর আচরন আমাকে মুহিত করেছে। দীর্ঘ এই সময়ে আমরা অনেক পরিকল্পনা করেছি সাহিত্যকে নিয়ে। দাউদকান্দি সাহিত্য সংসদ 'নামে একটি সংগঠন করেছিলাম।

ওমর ফারুক নাজমুল ভাই, চমৎকার উদ্যোগ নিলেন। তার সম্পাদনায় বের হলো "শিশু সাহিত্য ম্যাগাজিন "টুপটাপ"। কয়েকবছর ধরে প্রতিমাসে এটি নিয়মিত বের করছেন। টুপটাপ পরিবারের সদস্য হিসেবে আমার নামটা বরাবরই প্রতি সংখ্যায় ছাপা হয়। টুপটাপ বেশ কিছু সংখ্যা আমার সংগ্রহে আছে। আমার অফিসে অন্যান্য বইয়ের সাথে বড় আদর করে রেখেছি এটাকে।

অনেক দিন নাজমুল ভাইয়ের সাথে দেখা নেই। টুপটাপ-এর নতুন সংখ্যাও পাচ্ছি না। তাই আজ অফিসে বসে সংগ্রহে থাকা টুপটাপ'-এর সাথে আড্ডা দেই কিছুক্ষণ। প্রিন্টার্স লাইনে সম্পাদকের পরে 'টুপটাপ পরিবারের সদস্যদের নামের তালিকায় আমার নামটির উপর হাত বুলাই। প্রতিটি ছড়ার সাথে ক্যালিওগ্রাফী। অসাধারণ এক সৃষ্টি 'শিশুর আগামীর স্বপ্ন....টুপটাপ।

যান্ত্রিক ও প্রযুক্তির এই সময়ে আমাদের শিশুদের সৃজনশীল মেধা দারুণভাবে হারাতে বসেছে। ছড়া-কবিতা, গান-গল্প, গজল-ইসলামী সঙ্গীত এই সংস্কৃতি যেন এখন স্বপ্ন। মোবাইল ফোনের চাপে যেন নতজানু আমাদের শিল্প-সাহিত্য।

এরমাঝেও ওমর ফারুক নাজমুলরা, হারাতে দেবেনা আমাদের এই সংস্কৃতি। "টুপটাপ-এ ছাপা হবে, শিশুদের ছড়া-কবিতা। গ্রামে-গঞ্জে পাঠকরা আবারও পত্রিকা ম্যাগাজিন হাতে নিয়ে পড়বে এমনটাই প্রত্যাশা।

শীঘ্রই টুপটাপ-এর নতুন সংখ্যা হাতে পাবো এবং আবারও সুকিপুর গ্রামে কবি-সাহিত্যিকদের মিলনমেলায় অংশগ্রহন করবো। নাজমুল ভাইয়ের নিকট এই কামনা। আজকের মতো বিদায়, ভালো থেকো টুপটাপ।

লেখক: শরীফ প্রধান প্রকাশক ও সম্পাদক "প্রধান খবর 01675785122, www.prodhankhabor.com
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন হচ্ছে: ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন হচ্ছে: ভিসি