বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ সাফল্যের ধারাবাহিকতায় ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ | প্রধান খবর তাহিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পূজামণ্ডপ পরিদর্শনে তাহিরপুর উপজেলা ছাত্রদল দাউদকান্দিতে জামায়াতে ইসলামীর উদ্যােগে ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত অনুপ্রবেশের দায়ে কুমিল্লার বুড়িচং সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় অনুষ্ঠিত ধোঁকাবাজদের বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না: পীরসাহেব চরমোনাই দাউদকান্দিতে মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় কুমিল্লা উত্তর জেলা জাসাস'র দোয়া মোনাজাত আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে স্মাট আরর্লি লার্নিং অনুষ্ঠানের উদ্বোধন দিনে সাংগঠনিক কাজ আর রাতে জায়নামাজে চোখের পানি ফেলতে হবে: শিবির সভাপতি জামায়াতে ইসলামী দাউদকান্দি পৌর শাখার সুধী সমাবেশ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনায় কুমিল্লায় সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুবফোরাম'র কমিটিতে আনন্দ-সভাপতি, মেহেদী- সম্পাদক আশুলিয়ায় আরও অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র থাকলেই শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবে সপ্তাহে ৭দিন "রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরায়েল! | প্রধান খবর দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন উত্তরজেলা যুবদলনেতা সেলিম খান

"আজকের আড্ডা টুপটাপ- এর সাথে"

"আজকের আড্ডা টুপটাপ- এর সাথে"
ওমর ফারুক নাজমুল। লেখক, সাংবাদিক ও ছড়াকার। শিশুএকাডেমী থেকে প্রকাশিত শিশু সাহিত্য পত্রিকাসহ একাধিক গণমাধ্যমে নিয়মিত লেখা ছাপা হয় তাঁর। কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুকিপুর গ্রামের বাসিন্দা তিঁনি।

ওই গ্রামে প্রতিবছর দেশের খ্যাতনামা কবি-সাহিত্যিকদের নিয়ে দিনব্যাপী মিলনমেলার আয়োজন করেন। "টুপটাপ ভবনে চলে সেই গল্প-আড্ডা। আমি গেল কয়েকবছর যাবত এই মিলন মেলায় অংশগ্রহন করে আসছি।

ওমর ফারুক নাজমুল দীর্ঘসময় ধরে পত্রিকায় লেখালেখি করে আসছেন। ভ্রমণ ও ফিচার লিখলেও। তার মূল সাহিত্য চর্চা- ছড়া ও কবিতাকে ঘিরে। তার লেখা বেশ কয়েককটি বই মেলায় প্রকাশিত হয়েছে।

লেখালেখির সুবাধে তার সাথে আমার পরিচয় প্রায় একযুগ। হাসিখুসি মেজাজে থাকেন তিনি। তাঁর নরম কন্ঠে কথা বলা, আর সুন্দর আচরন আমাকে মুহিত করেছে। দীর্ঘ এই সময়ে আমরা অনেক পরিকল্পনা করেছি সাহিত্যকে নিয়ে। দাউদকান্দি সাহিত্য সংসদ 'নামে একটি সংগঠন করেছিলাম।

ওমর ফারুক নাজমুল ভাই, চমৎকার উদ্যোগ নিলেন। তার সম্পাদনায় বের হলো "শিশু সাহিত্য ম্যাগাজিন "টুপটাপ"। কয়েকবছর ধরে প্রতিমাসে এটি নিয়মিত বের করছেন। টুপটাপ পরিবারের সদস্য হিসেবে আমার নামটা বরাবরই প্রতি সংখ্যায় ছাপা হয়। টুপটাপ বেশ কিছু সংখ্যা আমার সংগ্রহে আছে। আমার অফিসে অন্যান্য বইয়ের সাথে বড় আদর করে রেখেছি এটাকে।

অনেক দিন নাজমুল ভাইয়ের সাথে দেখা নেই। টুপটাপ-এর নতুন সংখ্যাও পাচ্ছি না। তাই আজ অফিসে বসে সংগ্রহে থাকা টুপটাপ'-এর সাথে আড্ডা দেই কিছুক্ষণ। প্রিন্টার্স লাইনে সম্পাদকের পরে 'টুপটাপ পরিবারের সদস্যদের নামের তালিকায় আমার নামটির উপর হাত বুলাই। প্রতিটি ছড়ার সাথে ক্যালিওগ্রাফী। অসাধারণ এক সৃষ্টি 'শিশুর আগামীর স্বপ্ন....টুপটাপ।

যান্ত্রিক ও প্রযুক্তির এই সময়ে আমাদের শিশুদের সৃজনশীল মেধা দারুণভাবে হারাতে বসেছে। ছড়া-কবিতা, গান-গল্প, গজল-ইসলামী সঙ্গীত এই সংস্কৃতি যেন এখন স্বপ্ন। মোবাইল ফোনের চাপে যেন নতজানু আমাদের শিল্প-সাহিত্য।

এরমাঝেও ওমর ফারুক নাজমুলরা, হারাতে দেবেনা আমাদের এই সংস্কৃতি। "টুপটাপ-এ ছাপা হবে, শিশুদের ছড়া-কবিতা। গ্রামে-গঞ্জে পাঠকরা আবারও পত্রিকা ম্যাগাজিন হাতে নিয়ে পড়বে এমনটাই প্রত্যাশা।

শীঘ্রই টুপটাপ-এর নতুন সংখ্যা হাতে পাবো এবং আবারও সুকিপুর গ্রামে কবি-সাহিত্যিকদের মিলনমেলায় অংশগ্রহন করবো। নাজমুল ভাইয়ের নিকট এই কামনা। আজকের মতো বিদায়, ভালো থেকো টুপটাপ।

লেখক: শরীফ প্রধান প্রকাশক ও সম্পাদক "প্রধান খবর 01675785122, www.prodhankhabor.com
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ  বিতরণ

বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ