"আজকের আড্ডা টুপটাপ- এর সাথে"

আপলোড সময় : ২৬-০৯-২০২৩ ১১:৫০:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৩ ১২:১৭:৩৫ পূর্বাহ্ন
ওমর ফারুক নাজমুল। লেখক, সাংবাদিক ও ছড়াকার। শিশুএকাডেমী থেকে প্রকাশিত শিশু সাহিত্য পত্রিকাসহ একাধিক গণমাধ্যমে নিয়মিত লেখা ছাপা হয় তাঁর। কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুকিপুর গ্রামের বাসিন্দা তিঁনি।

ওই গ্রামে প্রতিবছর দেশের খ্যাতনামা কবি-সাহিত্যিকদের নিয়ে দিনব্যাপী মিলনমেলার আয়োজন করেন। "টুপটাপ ভবনে চলে সেই গল্প-আড্ডা। আমি গেল কয়েকবছর যাবত এই মিলন মেলায় অংশগ্রহন করে আসছি।

ওমর ফারুক নাজমুল দীর্ঘসময় ধরে পত্রিকায় লেখালেখি করে আসছেন। ভ্রমণ ও ফিচার লিখলেও। তার মূল সাহিত্য চর্চা- ছড়া ও কবিতাকে ঘিরে। তার লেখা বেশ কয়েককটি বই মেলায় প্রকাশিত হয়েছে।

লেখালেখির সুবাধে তার সাথে আমার পরিচয় প্রায় একযুগ। হাসিখুসি মেজাজে থাকেন তিনি। তাঁর নরম কন্ঠে কথা বলা, আর সুন্দর আচরন আমাকে মুহিত করেছে। দীর্ঘ এই সময়ে আমরা অনেক পরিকল্পনা করেছি সাহিত্যকে নিয়ে। দাউদকান্দি সাহিত্য সংসদ 'নামে একটি সংগঠন করেছিলাম।

ওমর ফারুক নাজমুল ভাই, চমৎকার উদ্যোগ নিলেন। তার সম্পাদনায় বের হলো "শিশু সাহিত্য ম্যাগাজিন "টুপটাপ"। কয়েকবছর ধরে প্রতিমাসে এটি নিয়মিত বের করছেন। টুপটাপ পরিবারের সদস্য হিসেবে আমার নামটা বরাবরই প্রতি সংখ্যায় ছাপা হয়। টুপটাপ বেশ কিছু সংখ্যা আমার সংগ্রহে আছে। আমার অফিসে অন্যান্য বইয়ের সাথে বড় আদর করে রেখেছি এটাকে।

অনেক দিন নাজমুল ভাইয়ের সাথে দেখা নেই। টুপটাপ-এর নতুন সংখ্যাও পাচ্ছি না। তাই আজ অফিসে বসে সংগ্রহে থাকা টুপটাপ'-এর সাথে আড্ডা দেই কিছুক্ষণ। প্রিন্টার্স লাইনে সম্পাদকের পরে 'টুপটাপ পরিবারের সদস্যদের নামের তালিকায় আমার নামটির উপর হাত বুলাই। প্রতিটি ছড়ার সাথে ক্যালিওগ্রাফী। অসাধারণ এক সৃষ্টি 'শিশুর আগামীর স্বপ্ন....টুপটাপ।

যান্ত্রিক ও প্রযুক্তির এই সময়ে আমাদের শিশুদের সৃজনশীল মেধা দারুণভাবে হারাতে বসেছে। ছড়া-কবিতা, গান-গল্প, গজল-ইসলামী সঙ্গীত এই সংস্কৃতি যেন এখন স্বপ্ন। মোবাইল ফোনের চাপে যেন নতজানু আমাদের শিল্প-সাহিত্য।

এরমাঝেও ওমর ফারুক নাজমুলরা, হারাতে দেবেনা আমাদের এই সংস্কৃতি। "টুপটাপ-এ ছাপা হবে, শিশুদের ছড়া-কবিতা। গ্রামে-গঞ্জে পাঠকরা আবারও পত্রিকা ম্যাগাজিন হাতে নিয়ে পড়বে এমনটাই প্রত্যাশা।

শীঘ্রই টুপটাপ-এর নতুন সংখ্যা হাতে পাবো এবং আবারও সুকিপুর গ্রামে কবি-সাহিত্যিকদের মিলনমেলায় অংশগ্রহন করবো। নাজমুল ভাইয়ের নিকট এই কামনা। আজকের মতো বিদায়, ভালো থেকো টুপটাপ।

লেখক: শরীফ প্রধান প্রকাশক ও সম্পাদক "প্রধান খবর 01675785122, www.prodhankhabor.com

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com