রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৪ অগাস্ট ২০২৫ ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী? দাউদকান্দিতে নিরাপদ অভিবাসনে করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ জাতীয় স্বর্ণ পদক পাওয়ায় রহমত আলীকে সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন ২৫ বছর ধরে মাছ উৎপাদন করে আসছি: স্বর্ণপদকে ভূষিত রহমত আলী দাউদকান্দির নবাগত ইউএনও নাছরিন আক্তারকে ধানসিঁড়ি সমাজকল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছা ডাকসু নির্বাচনে সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দাউদকান্দির হাসিব রানা জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের বিদ্যোৎসাহী সদস্য হলেন সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান ভবঘুরে লোকদের উচ্ছেদ করে নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে চাই: ডাকসু ভিপি প্রার্থী জাহিদ দাউদকান্দিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহনে জুলাই ভূমিকা শীর্ষক সেমিনার নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে দাউদকান্দিতে নারীদের বেকিং প্রশিক্ষণ বিএনপি করলে চাঁদাবাজি করা যাবে না: হেলাল খাঁন দাউদকান্দির দুর্গাপুর গ্রামে মাদকের বিরুদ্ধে সাঁঁতার প্রতিযোগিতা আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দাউদকান্দির সন্তান জাহিদ হাসান আসন্ন ডাকসু নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দাউদকান্দির সন্তান সুফি আহমেদ এখানে নীল জলরাশির সাথে মেঘেরা আলিঙ্গন করে দাউদকান্দিতে গাছের চারা পেলো ৫০০ শিক্ষার্থী আসন পুর্নবহালের দাবীতে দাউদকান্দিতে খেলাফত মজলিসের মানববন্ধন যুবকরাই আমাদের শক্তি ও বিপ্লবের মহানায়ক: মনিরুজ্জামান বাহলুল নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হতে দেয়া যাবে না: ড. খন্দকার মোশাররফ আমাদের নেতা তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: খন্দকার মারুফ

হোয়াটসঅ্যাপ নিয়ে এলো গোপনীয় ৮ ফিচার

হোয়াটসঅ্যাপ নিয়ে এলো গোপনীয় ৮ ফিচার
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার্থে এরই মধ্যে বেশ কিছু ফিচার চালু করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি। অনেক ফিচার আগেই চালু করা হয়েছিল হোয়াটসঅ্যাপে। আবার কিছু ফিচার সম্প্রতি যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। গোপনীয়তার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে এখন অনেক সুবিধা পেয়ে থাকেন ব্যবহারকারীরা। চলুন একনজরে দেখে নেয়া যাক হোয়াটসঅ্যাপের সেরা গোপনীয় ফিচারগুলো-

চ্যাট লক:  সম্প্রতি চ্যাট লক ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। ফলে যেকোনো চ্যাট ‘তালাবন্ধ’ রাখা যাবে। যেমন ফোন লক রাখা হয়, ঠিক তেমনই বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে চ্যাট লক রাখতে পারবেন যাতে তৃতীয় ব্যক্তির নাগালে সেই চ্যাট না পৌঁছায়। ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, প্যাটার্ন, পিন ইত্যাদি দিয়ে হোয়াটসঅ্যাপের চ্যাট লক করে রাখা যাবে। গ্রুপ চ্যাট এবং পার্সোনাল চ্যাট- দু’ক্ষেত্রেই এই ফিচার চালু হয়েছে।

সক্রিয়তা গোপন রাখা: ‘ব্লু টিক’ এবং ‘লাস্ট সিন’ বন্ধ রাখার সুযোগ রয়েছে ব্যবহারকারীদের কাছে। চাইলে ব্লু টিক বন্ধ রাখা যাবে। অর্থাৎ আপনি কারও মেসেজ দেখলে বা সিন করলে শুধু ডবল টিক হবে কিন্তু ব্লু টিক হবে না। এছাড়া লাস্ট সিন অপশন বন্ধ রাখার সুযোগ রয়েছে। এর ফলে একজন ব্যবহারকারী কতক্ষণ হোয়াটসঅ্যাপে লগইন ছিলেন সেই নির্দিষ্ট সময় কেউ দেখতে পান না। তবে ব্যবহারকারী যাদের নিজের ‘লাস্ট সিন’ দেখাতে চান না, কেবল তারাই দেখতে পাবেন না, বাকিরা পাবেন। লাস্ট সিনের পাশাপাশি নিজের অনলাইন স্ট্যাটাসও হোয়াটসঅ্যাপে গোপন রাখতে পারেন।

অজানা নম্বরের ফোন সাইলেন্ট রাখা:  কোনো অজানা নম্বর থেকে ফোন এলে সাইলেন্ট থাকবে ডিভাইস। এই ফিচার সম্প্রতিই চালু করেছে হোয়াটসঅ্যাপ। ফলে কাজের মাঝে অচেনা নম্বরের ফোনকল এলে আর বিব্রত হতে হবে না।

অ্যাপ লক: জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপের মাধ্যমেও লক রাখা যায়। এজন্য অনুসরণ করতে হবে, সেটিংস>প্রাইভেসি>স্ক্রোর ডাউন এন্ড টেপ অন ফিঙ্গারপ্রিন্ট লক। এতে পাওয়া যাবে এই ফিচারের সুবিধা।

প্রোফাইলের ছবি হাইড রাখা: প্রোফাইলের ছবিও হাইড করার সুযোগ রয়েছে হোয়াটসঅ্যাপে। যোগাযোগের তালিকায় না থাকা ব্যক্তিদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের প্রোফাইলের ছবি হাইড করার সুযোগ আছে ব্যবহারকারীদের হাতে।

ব্লক অপশন: আপনাকে কে কে গ্রুপে যোগ করতে পারবে সেটিও নির্বাচন করে রাখতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনাকে যাতে যখন তখন যেকোনো গ্রুপে না যুক্ত করা যায়, সেজন্য ব্লক অপশন রয়েছে। সাধারণত হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীকে যেকোনো গ্রুপে অ্যাড করার অপশন ওপেন টু অল থাকে। এক্ষেত্রে সেটিংসে পরিবর্তনের মাধ্যমে এই ফিচার ব্লক করে রাখা যায়। এ ছাড়া নিজের নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখতে অপছন্দের যে কাউকে হোয়াটসঅ্যাপে ব্লক করে রাখতে পারেন।

ডিসঅ্যাপিয়ারিং মেসেজ: যাকে মেসেজ করবেন সেই মেসেজ নির্দিষ্ট সময় পর নিজে নিজে উধাও হয়ে যাবে। এজন্য চ্যাট অপশনেই রয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিন সময়সীমা বেছে নিতে পারেন।

টু স্টেপ ভেরিফিকেশন:  খুব জরুরি একটি ফিচার টু স্টেপ ভেরিকেশন। নিজের হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখতে টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখতে পারেন। এর জন্য একটি ৬ ডিজিটের পিন দিতে হবে। অ্যাপের অ্যাকাউন্ট অপশনে এই ফিচার পেয়ে যাবেন।

পিকে/এসপি
পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী?

পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী?