বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ সাফল্যের ধারাবাহিকতায় ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ | প্রধান খবর তাহিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পূজামণ্ডপ পরিদর্শনে তাহিরপুর উপজেলা ছাত্রদল দাউদকান্দিতে জামায়াতে ইসলামীর উদ্যােগে ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত অনুপ্রবেশের দায়ে কুমিল্লার বুড়িচং সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় অনুষ্ঠিত ধোঁকাবাজদের বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না: পীরসাহেব চরমোনাই দাউদকান্দিতে মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় কুমিল্লা উত্তর জেলা জাসাস'র দোয়া মোনাজাত আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে স্মাট আরর্লি লার্নিং অনুষ্ঠানের উদ্বোধন দিনে সাংগঠনিক কাজ আর রাতে জায়নামাজে চোখের পানি ফেলতে হবে: শিবির সভাপতি জামায়াতে ইসলামী দাউদকান্দি পৌর শাখার সুধী সমাবেশ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনায় কুমিল্লায় সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুবফোরাম'র কমিটিতে আনন্দ-সভাপতি, মেহেদী- সম্পাদক আশুলিয়ায় আরও অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র থাকলেই শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবে সপ্তাহে ৭দিন "রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরায়েল! | প্রধান খবর দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন উত্তরজেলা যুবদলনেতা সেলিম খান

সুনামগঞ্জ সীমান্তে দেশের ১৪তম সীমান্ত হাটের উদ্বোধন

সুনামগঞ্জ সীমান্তে দেশের ১৪তম সীমান্ত হাটের উদ্বোধন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় ও ভারতের মেঘালয় রাজ্যের গোমাঘাট-নলিকাটা সীমান্তে সাহিদাবাদ বর্ডার হাট’ নামে চালু হ‌য়ে‌ছে দেশের ১৪তম সীমান্ত হাট। বুধবার (২৪ মে) দুপুরে বাংলাদেশ-ভারতের যৌথ ব্যবস্থাপনায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে হাটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হ‌য়ে‌ছে।


এ উপলক্ষে সাহিদাবাদ বর্ডার হাটে আলোচনা সভার আয়োজন করা হয়। এটি সুনামগঞ্জ জেলায় তৃতীয় বর্ডার হাট। এর আগে, ২০১২ সালের ২৪ এপ্রিল সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা সীমান্তে ডলুরা বর্ডার হাট চালু হয়। পরে ২০২২ সালে জেলার দোয়ারাবাজারের বোগলা সীমান্ত এলাকায় দ্বিতীয় বর্ডার হাট চালু হয়েছিল।


বর্ডার হাট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন। তিনি বলেন, ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বর্ডার হাট চালু হওয়ায় আমাদের দু'দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও বেশি প্রসারিত হবে এবং বন্ধুত্ব সুদৃঢ় হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, ভারতের পশ্চিম খাসি হিলের সংসদ সদস্য পিউ মারওয়েল, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট।

সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, বাংলাদেশ স্থলবন্দর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন প্রমুখ।

জানা গেছে, এ হাটে ২৪টি দোকান কোটা করা হ‌য়ে‌ছে। সপ্তাহের প্রতি বুধবার দু'দেশের ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য নি‌য়ে বসবেন। সকাল ১০টা থেকে বেলা চারটা পর্যন্ত হা‌টে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে। এ হাটের পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন সীমান্তের ৫ কিলোমিটার এলাকায় বসবাসরত বাসিন্দারা।

এমনকি এ হাটে একজন ক্রেতা একদিনে সর্বোচ্চ ২০০ ডলারের সমমান বাংলাদেশি টাকায় পণ্য ক্রয় করতে পারবেন বলে জানা গেছে। সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বলেন, বর্ডার হাটে কৃষিপণ্যকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি হাটটি উদ্বোধনের ফলে ভারত-বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্ডার হাট চালু হওয়ায় নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হবে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন, অন্যদিকে সুবিধাভোগ করতে পারবেন সীমান্ত এলাকার লোকজন।

পিকে/এসপি
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ  বিতরণ

বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ