বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ সাফল্যের ধারাবাহিকতায় ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ | প্রধান খবর তাহিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পূজামণ্ডপ পরিদর্শনে তাহিরপুর উপজেলা ছাত্রদল দাউদকান্দিতে জামায়াতে ইসলামীর উদ্যােগে ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত অনুপ্রবেশের দায়ে কুমিল্লার বুড়িচং সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় অনুষ্ঠিত ধোঁকাবাজদের বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না: পীরসাহেব চরমোনাই দাউদকান্দিতে মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় কুমিল্লা উত্তর জেলা জাসাস'র দোয়া মোনাজাত আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে স্মাট আরর্লি লার্নিং অনুষ্ঠানের উদ্বোধন দিনে সাংগঠনিক কাজ আর রাতে জায়নামাজে চোখের পানি ফেলতে হবে: শিবির সভাপতি জামায়াতে ইসলামী দাউদকান্দি পৌর শাখার সুধী সমাবেশ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনায় কুমিল্লায় সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুবফোরাম'র কমিটিতে আনন্দ-সভাপতি, মেহেদী- সম্পাদক আশুলিয়ায় আরও অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র থাকলেই শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবে সপ্তাহে ৭দিন "রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরায়েল! | প্রধান খবর দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন উত্তরজেলা যুবদলনেতা সেলিম খান

ইফতারের শিক্ষা হউক' বন্ধুত্বের অটুট বন্ধন"

ইফতারের শিক্ষা হউক' বন্ধুত্বের অটুট বন্ধন"
মাহের রমজান। মুসলীম উম্মাহর পবিত্র মাস। এই মাসেই ইসলামী সংস্কৃতি ও সৌন্দর্য অন্য মাসের তুলনায় বেশি প্রকাশ পায়। মুসলীমরা প্রভুর নির্দেশ মেনে রোজা রাখে। এবং ইফতারীর সময় হলে পরিবার, বন্ধু, সহকর্মী ও নানাহ আয়োজনে অংশগ্রহনের মাধ্যমে একসাথে ইফতারে সামিল হয়।

এই ইফতারের দৃশ্যপট অত্যন্ত চমৎকার ও গুরুত্ব বহন করে। এক প্লেটে অথবা ভিন্ন ভিন্ন পাত্রে রাখা খাবার একসাথে কিছুক্ষন উপভোগ করে রোজাদাররা। সে সময়টায় যেন সকলে একাকার হয়ে যায়। ধনী-গরিব, ছোট-বড় বৈশম্যের ভেদাভেদ ভুলে, হিংসা-বিদ্বেষ না রেখে মহান আল্লাহর হুকুম মানতে সকলে বদ্ধপরিকর।

পবিত্র রমজান মাস আসলেই, সকল মুসলীম আমল-ইবাদতে ব্যস্ত থাকে। পরিবর্তন আসে অনেকের নৈতিকতায়। ত্যাগের শিক্ষা গ্রহনের মাধ্যমে জীবনকে সঠিক ও সরল পথে পরিচালনার অঙ্গীকার করে থাকে অনেকেই। অনেকে আবার নিজের অতীত পাপের ক্ষমা চেয়ে ভবিষ্যৎতে অপরাধ থেকে দূরে থাকারও অঙ্গিকার করে।

এই মাসে প্রত্যেক মুসলমানই তার সাধ্য অনুযায়ী পরিবার, প্রতিবেশী ও আপনজনদের প্রতি সহযোগিতার হাত বাড়ায়। বিত্তবানরাতো যাকাতের অর্থ গরীবদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য ইসলামের কঠোর নির্দেশেই থাকে। এতো আন্তরিকতা, এতো বন্ধন, এতো নমনীয় ও সহনশীল আচরন অন্য মাসের তুলনায়, এই মাসে বেশিই করে থাকে।

দূর-দূরান্তে থাকা বন্ধু স্বজন, আপনজন, প্রিয়জনদেরকে ডেকে এনে, কখনো দাওয়াত করে আবার অধিকার খাটিয়ে এক ইফতারে সামিল হওয়ার জোর আহ্বান করা হয়। কোন কাছের মানুষ না আসলেতো আয়োজক রীতিমতো কষ্টই অনুভব করে। এতো মায়া, আমাদেরকে সত্যিই একজনের প্রতি আরেকজনের বাড়তী ভালোবাসা ও সন্মান বৃদ্ধি করে।

এই আদর-সন্মান, ভালোবাসা, সেক্রিফাইজ ও সহযোগিতা কেবল মাত্র রমজান ও ইফতারই আমাদেরকে উপহার হিসেবে শিক্ষা দিয়ে থাকে। আর এই শিক্ষা যেন, কেবলমাত্র রমজান মাসেই সীমাবদ্ধ না থাকে। ইফতারের শিক্ষা যেন সারা বছর আমাদের বন্ধন অটুট রাখে এবং একজনের বিপদে অন্যজন পাশে থাকে। তাহলেই আমরা ইফতারের প্রকৃত শিক্ষা ও মহিমা বাস্তব জীবনে ব্যবহার করতে পারবো।

আজ দাউদকান্দি উপজেলার এসএসসি ব্যাচ ২০০৪- এইচএসসি ২০০৬ বন্ধুদের উদ্যোগে দাউদকান্দি বাজারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শতাধীক বন্ধু উপস্থিত হয়। কেউ ঢাকা থেকে কেউ এই উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে নিজেদের ব্যস্ততাকে পেছনে ফেলে ইফতারে সামিল হয়।

কয়েকজন দিনভর কষ্ট করে ইফতারের আয়োজন করে।কেউ অর্থ দিয়ে কেউ বুদ্ধি ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। সকলের চেষ্টায় সুন্দর ইফতার আয়োজন সম্পন্ন হয়। যেমনি করে এই ইফতার আমাদেরকে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে। চাকুরী-ব্যবসার ব্যস্ততা থেকে বের করে এক পাত্রে সামিল করেছে।

সেই ইফতারের শিক্ষা হউক আমাদের বন্ধু জীবনের অটুট বন্ধন, আরো দৃঢ ও মজবুত করা। আমরা এই শিক্ষা গ্রহনের মাধ্যমে বাকী জীবন যেন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকতে পারি, সেটাই মহান রবের দরবারে প্রার্থনা করি। ধন্যবাদ, দিনভর যাঁরা পরিশ্রম করে এই আয়োজনকে স্বার্থক ও সফল করেছেন।

লেখক: শরীফ প্রধান,
১ এপ্রিল ২০২৩, দাউদকান্দি বাজার, কুমিল্লা।
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ  বিতরণ

বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ