রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৪ অগাস্ট ২০২৫ ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী? দাউদকান্দিতে নিরাপদ অভিবাসনে করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ জাতীয় স্বর্ণ পদক পাওয়ায় রহমত আলীকে সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন ২৫ বছর ধরে মাছ উৎপাদন করে আসছি: স্বর্ণপদকে ভূষিত রহমত আলী দাউদকান্দির নবাগত ইউএনও নাছরিন আক্তারকে ধানসিঁড়ি সমাজকল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছা ডাকসু নির্বাচনে সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দাউদকান্দির হাসিব রানা জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের বিদ্যোৎসাহী সদস্য হলেন সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান ভবঘুরে লোকদের উচ্ছেদ করে নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে চাই: ডাকসু ভিপি প্রার্থী জাহিদ দাউদকান্দিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহনে জুলাই ভূমিকা শীর্ষক সেমিনার নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে দাউদকান্দিতে নারীদের বেকিং প্রশিক্ষণ বিএনপি করলে চাঁদাবাজি করা যাবে না: হেলাল খাঁন দাউদকান্দির দুর্গাপুর গ্রামে মাদকের বিরুদ্ধে সাঁঁতার প্রতিযোগিতা আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দাউদকান্দির সন্তান জাহিদ হাসান আসন্ন ডাকসু নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দাউদকান্দির সন্তান সুফি আহমেদ এখানে নীল জলরাশির সাথে মেঘেরা আলিঙ্গন করে দাউদকান্দিতে গাছের চারা পেলো ৫০০ শিক্ষার্থী আসন পুর্নবহালের দাবীতে দাউদকান্দিতে খেলাফত মজলিসের মানববন্ধন যুবকরাই আমাদের শক্তি ও বিপ্লবের মহানায়ক: মনিরুজ্জামান বাহলুল নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হতে দেয়া যাবে না: ড. খন্দকার মোশাররফ আমাদের নেতা তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: খন্দকার মারুফ
শিকারিদের বিষটোপে মরছে পরিযায়ী

টাঙ্গুয়ার হাওরে ভাসছে পরিযায়ী পাখির মৃতদেহ

টাঙ্গুয়ার হাওরে ভাসছে পরিযায়ী পাখির মৃতদেহ
পরিযায়ী পাখির অভয়ারণ্য সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। আর এই হাওরে ভাসছে পরিযায়ী পাখির মৃতদেহ। কয়েকদিন যাবত পাখির মৃতদেহ টাঙ্গুয়ার হাওরে ভেসে থাকতে দেখা গেছে। স্থানীয়দের ধারণ শিকারিদের বিষটোপে মরে যাচ্ছে পরিযায়ী পাখি।

জানাযায়, শীত মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি টাঙ্গুয়ার হাওর-সহ দেশের বিভিন্ন স্থানে এসে আশ্রয় নেয়। প্রচণ্ড শীত থেকে বাঁচতে ও খাদ্যের সন্ধানে সুদুর সাইবেরিয়া, মঙ্গোলিয়া-সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে এসব পাখি আসে।

কিন্তু এসব পাখির অনেকগুলো আর ফিরে যেতে পারে না নিষ্ঠুর পাখি শিকারিদের হাতে মারা পড়ে। তবে এসব পাখি শিকারিদের বাধা দিতে কেউ এগিয়ে আসছে না বলেও জানান স্থানীয়রা।

শনিবার (১১ মার্চ) স্থানীয় বাঙ্গালভিটা গ্রামের বাসিন্দা অজিত হাজং জানান, গতকাল টাঙ্গুয়ার হাওরের বেরবেরিয়া বিলে পরিযায়ী পাখি মরা ভাসতে দেখে বাঙ্গালভিটা গ্রামের কয়েকজন শিশু মরা পাখি নিয়ে এসেছে। ওরা বলছে বেশ কিছু মরা পাখি এই স্থানে ভেসে রয়েছে।

স্থানীয় ইন্দ্রপুর গ্রামের হাঁসের খামারী কামরুল হাসান জানান, গত কয়েকদিন পূর্বে আমার শতাধিক হাঁস মারা গেছে পাখি শিকারিদের বিষ খেয়ে। একই ভাবে শ্রীয়ারগাঁও গ্রামের হাঁসের খামারি নুর আলম এর খামারের হাঁস বিষ খেয়ে মারা যাওয়ায়, মন্দিয়াতা গ্রামে সালিশি বৈঠকের মাধ্যমে আমতরপুর গ্রামের বিল্লাল মিয়াকে ৫৬ হাজার টাকা জরিমানা করে নিষ্পত্তি করা হয়।

এব্যাপারে বিল্লাল মিয়া বলেন, আমার বউয়ের বড়ভাই ক্ষেতে বিষ দিয়েছে এই বিষ খেয়ে হাঁস মারা গেছে এ জন্য জরিমানা দিয়ে শেষ করেছি। এ বিষয়ে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ নেতা ও জয়নাল আবেদীন কলেজের সাবেক অধ্যাপক আলী মর্তুজা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন,

পরিযায়ী পাখি নিধনের জন্য ছিটানো বিষে খামারিদের হাঁস মরে যাওয়া টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনায় ব্যর্থতার বড় নজির হয়ে থাকলো। মিঠা পানির মাছ আর পরিযায়ী পাখি রক্ষার জন্য বর্তমান পদ্ধতির আমুল পরিবর্তন এখন সময়ের দাবি।

পিকে/এসপি
পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী?

পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী?