রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন দাউদকান্দিতে মোটরসাইকেল না পেয়ে ৯ম শ্রেনির শিক্ষার্থীর আত্মহত্যা ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ইসলামিক কনসার্ট দাউদকান্দিতে প্রকাশ্যে শিক্ষককে মারধর করলো বখাটে পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দাউদকান্দির পাঁচভিটা যুবসমাজের উদ্যোগে ইসলামী সংস্কৃতি ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কমিটিতে সেলিম রেজা সভাপতি, সিরাজুল ইসলাম সম্পাদক মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী হলেন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দাউদকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধণা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা গ্রেফতার দুই মাদক ব্যবসা ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ অন্যায়কারীদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি: ড. খন্দকার মোশাররফ হোসেন ইসলামী ব্যাংক দাউদকান্দি শাখার উদ্যোগে কম্বল বিতরণ মেলায় পাওয়া যাচ্ছে শেকড় সন্ধানী লেখক ও সাংবাদিক শরীফ প্রধানের ‘শিক্ষানবিশ সাংবাদিকতা’ বই দুর্নীতি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই: ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দিতে রিফাত হত্যাকান্ডের আসামী দিলবারকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন মেধার বিকাশ সংগঠনের উদ্যোগে বৃত্তি প্রদান জনগণ ভোটের অধিকার পায়নি: অধ্যাপক মুজিবুর রহমান

মেলায় উঠেছে সুমন মিয়ার কিশোর উপন্যাস ‘ভার্সিটি চান্স’

মেলায় উঠেছে সুমন মিয়ার কিশোর উপন্যাস ‘ভার্সিটি চান্স’
অমর একুশে বইমেলা ২০২৩ এ আসছে তরুণ লেখক ও কবি মো. সুমন মিয়ার প্রথম উপন্যাস 'ভার্সিটি চান্স' একটি সমকালীন সামাজিক-ট্রাজিক উপন্যাস। বইটি প্রকাশ করছে স্বদেশ শৈলী প্রকাশন। এবারের বইমেলা তার লেখা দু’টি বই প্রকাশিত হবে। তার মধ্যে রয়েছে কবিতার বই ‘মনের দেয়ালে আঁকা’ এবং কিশোর উপন্যাস 'ভার্সিটি চান্স'।

দু’টি বই নিয়েই বেশ আশাবাদী লেখক। তিঁনি মনে করেন 'ভার্সিটি চান্স' উপন্যাসটি পড়ে পাঠক গল্পের মধ্যে ডুবে থাকবেন। কলেজ জীবনের সোনালী দিনগুলোর কথা মনে পড়বে। রোমাঞ্চিত করবে সেই সব বর্ণিল দিনগুলো। শিক্ষাঙ্গন, সহপাঠি, শিক্ষক, পাঠ্যপুস্তক, পরীক্ষা, পরীক্ষার হল, নতুন নতুন স্বপ্নের হাতছানি, কিশোর বয়সের দুরন্তপণা, ভাললাগা, ভালবাসা, বিরহ, ভর্তি পরীক্ষা ও চান্স পাওয়া না পাওয়ার উপর জীবনের মোড় ঘুরা এসবকিছু জীবন চরিতের সাথে সমন্বয় করে সুন্দরভাবে সাজানো হয়েছে।

বইমেলার আগে 'ভার্সিটি চান্স' বইটির প্রি অর্ডার চলছে। বইটি সম্পর্কে লেখক সুমন মিয়া বলেন, 'ভার্সিটি চান্স' আমার ১ম উপন্যাস। 'ভার্সিটি চান্স' এর গল্পটি বুনা হয়েছে একটি গ্রামীণ জনপদের কলেজ জীবনের কিছু ছাত্রছাত্রীকে ঘিরে। যেখানে কলেজ জীবনে স্বপ্ন গড়ার ভিত্তি সহপাঠিরা এক সাথে একে অন্যের সহযোগী হয়, সুখ দুঃখের দিনগুলো হোস্টেল এবং কলেজ জীবনের সাথে সমন্বয় করে বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাওয়ার জন্য প্রস্তুতি নেয়।

বিনির্মাণ করে একটি সুন্দর জীবন । অনেকে ভার্সিটিতে চান্স পায় আবার কেউ পায় না। কিন্তু রাষ্ট্রিয় কিছু কিছু প্রতিকুলতা কিংবা অনাকাঙ্খিত কোন ঘটনায় বলির পাঠা হয়ে সেই স্বপ্ন ভেঙ্গে গেলে কেউ দায়ি হয় না। শুধুমাত্র নিজেকে সেই যন্ত্রনা বয়ে চলতে হয়। গল্পটি মুলত ট্রাজিডি। কিছু অপ্রাপ্তি, বিয়োগ ব্যাথায় কাতর করে পাঠককে এবং গল্পের প্রতিটি চরিত্রকে।

আশা করি 'ভার্সিটি চান্স' উপন্যাসটি আপনাকে কলেজ জীবনের সময়গুলোকে স্মরণ করিয়ে দিবে। কারণ গল্পের প্রতিটি চরিত্রই প্রধান হিসেবে কাজ করেছে। তিনি আরও বলেন, 'ভার্সিটি চান্স' উপন্যাসটি নিয়ে আমি বেশ আশাবাদী। আমার প্রথম কাব্যগন্থ্য ‘গহীনে শব্দ’ প্রকাশিত হয়েছিল বইমেলা ২২এ। ‘গহীনে শব্দ’ নিয়ে পাঠকদের আগ্রহ আমাকে অনুপ্রেরণা দিয়েছে। পাঠকদের এই ভালোবাসা আমাকে মুগ্ধ করে। বইটির এখন প্রি-অর্ডার চলছে। উল্লেখ্যঃ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় বেড়ে উঠা তরুণ লেখক মো. সুমন মিয়া পেশায় একজন চাকুরীজীবি।

চাকুরীর পাশাপাশি লেখালেখি করেই তিনি নিজের মনের শান্তি অনুভব করেন। সুমন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রসাশন থেকে মানব সম্পদ ব্যবস্থাপনার উপর উচ্চতর ডিগ্রীসহ এমবিএ ও ইংরেজী সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি জনপ্রিয় বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ডাক বাংলা সাহিত্য একাডেমি'র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২২ এ তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

তিনি ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতি এর সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এছাড়াও "চান্দিনা দর্পণ" ম্যাগাজিনের সাবেক সম্পাদক ছিলেন। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আশা করি তাঁর লেখা পড়ে পাঠক উপকৃত হবেন।

পিকে/এসপি
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন