কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)–এর মনোনীত প্রার্থী হিসেবে সফিউল বাসার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ বুধবার (২৪ ডিসেম্বর (দুপুরে তিনি দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নাছরীন আক্তারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর সফিউল বাসার বলেন, কুমিল্লা-১ আসনের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করতে চাই। দাউদকান্দি ও মেঘনা উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। এ পর্যন্ত এ আসন থেকে মোট ৬ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
পিকে/এসপি
কুমিল্লা-১ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী সফিউল বাসারের মনোনয়নপত্র সংগ্রহ
- আপলোড সময় : ২৪-১২-২০২৫ ১১:৩৫:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক