খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে তরবিয়তী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার গৌরীপুরে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় খেলাফত মজলিসের উপজেলা সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন সাইফীর সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতী সৈয়দ জাহিদুল ইসলামের পরিচালনায় উক্ত তরবিয়তী সভায় দরসে কোরআন পেশ করেন খেলাফত মজলিসের কুমিল্লা উত্তর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাফী।
সভায় হাতে কলমে শিক্ষা বিষয় পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সাইফী। বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন খেলাফত মজলিস মনোনীত কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাও সৈয়দ আব্দুল কাদের জামাল।
সভাটি নতুন যোগদানকৃত সদস্যদের শপথ পাঠ ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
পিকে/এসপি
খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে তরবিয়তী সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০২:৫৪:১৩ অপরাহ্ন
