বুধবার, ০৯ জুলাই ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন করে লড়াইয়ের জন্য তৈরী হতে হবে: ডা: শফিকুর রহমান নেই শৃঙ্খলা প্রতিদিন পথে ঝরেছে ১৫ প্রাণ : সেভ দ্য রোড জমকালো আয়োজনে টপ পারফর্মার অ্যাওয়ার্ড বিতরণ নৈয়াইর ইসলামিয়া ডিগ্রী মাদ্রাসার শিক্ষক কামাল উদ্দীনকে অবসর জনিত বিদায় সংবর্ধনা কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের কমিটিতে লিপু সভাপতি, ইমরান সেক্রেটারি কুমিল্লা-২ হোমনা-মেঘনা আসনে যোগ্য প্রার্থী এপিএস আব্দুল মতিন দাউদকান্দি পৌরসভার ৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা ড. মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে দাউদকান্দিতে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ওষুধ বিতরণ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে দাউদকান্দিতে যুব জামায়াতের উদ্যোগে মানববন্ধন দাউদকান্দিতে আলেম ওলামা ও রাজনীতিবিদের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান দাউদকান্দিতে ধানসিঁড়ি সমাজ কল্যানের উদ্যোগে ময়লার ভাগাড় পরিচ্ছন্নতা অভিযান তারেক রহমান: গণতান্ত্রিক চেতনায় নেতৃত্বের নতুন প্রতীক ডেঙ্গুর হটস্পট দাউদকান্দিতে জামায়াতের উদ্যোগে মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত বাগেরহাটের চিতলমারী কলাতলা ইউনিয়ন উন্নয়ন ফোরামের কমিটি গঠন শব্দটা ‘সাংবাদিক’ না ‘রিপোর্টার’? জানতে পড়ুন শিক্ষার মান উন্নয়নে ড.খন্দকার মোশাররফ হোসেনের অবদান স্বরণীয় হয়ে থাকবে : খন্দকার মারুফ দাউদকান্দিতে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত দাউদকান্দিতে বিনামূল্যে চিকিৎসা সেবা, ডেঙ্গু পরিক্ষা ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত দাউদকান্দিতে নিরাপদ খাদ্য সচেতনতায় ব্যবসায়ী ও কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বাবা দিবস উপলক্ষে আউটস্ট্যান্ডিং ফাদার অ্যাওয়ার্ড প্রদান

দাউদকান্দিতে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে হুমায়ুন কবির নামক এক যুবককে পিটিয়ে আহত

দাউদকান্দিতে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে হুমায়ুন কবির নামক এক যুবককে পিটিয়ে আহত
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ হুমায়ুন কবির। এই ঘটনায় আহত হুমায়ুনের মা সাজেদা বেগম গেল ৯ জানুয়ারি ৩জনকে আসামী করে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৬/২৪।

মামলার এজাহার থেকে জানা যায়, গেল ৭ জানুয়ারি ২০২৪ তারিখ সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার জন্য নিজ বসতঘর থেকে বের হন ওই গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে মো. হুমায়ুন কবির। এদিকে পথের মধ্যে পূর্বপরিকল্পিতভাবে ওৎপেতে থাকে ওই গ্রামের আব্দু মিয়ার ছেলে মাঈনুদ্দিন মিয়া।

হুমায়ুন কবির বাড়ী থেকে বের হলেই পিছন থেকে এলোপাথাড়ি পিটাতে থাকে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পরলে তাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারতে থাকে। এবং হুমায়ুনের ডাক চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে মাঈনুদ্দিন পালিয়ে যায়। পরে হুমায়ুন কবিরকে সেখান থেকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুর হসপাতালে) নিয়ে যায় স্থানীয়রা। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই ঘটনায় সরেজমিন গিয়ে জানা যায়, হুমায়ুন এবং মাঈনুদ্দিন গংয়ের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে। মাঈনুদ্দিন গংরা জোরপূর্বক জমি দখল করে রেখেছে। হুমায়ুন যখনই জমি চায় তখনই তার উপর চড়াও হন তারা। এবং বিভিন্ন ভয়ভীতিসহ মেরে ফেলার হুমকি দেন।

ওই বাড়ীর রোকসানা বেগম বলেন, হুমায়ুন মাগরিবের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হলেই মাঈনুদ্দিন অনেক মারধর করে। এর পূর্বেও তাদেরকে হুমকি দিয়েছে। মাঈনুদ্দিনরা জোরপূর্বক জমি দখল করে রেখেছে।

মাঈনুদ্দিনের চাচা মোশাররফ হোসেন বলেন, আমার কোন ছেলে সন্তান নেই। একটা মাত্র মেয়ে। আমি যখনই কোন জমি বিক্রি করতে যাই তখনই মাঈনুদ্দিন হুমকি দেয়। সে আমাদেরকে অত্যাচার করে। মারধর করতে আসে। কয়েকদিন আগে হুমায়ুনকে অনেক মারধর করে। আমরা তার বিচার চাই।

আহত হুমায়ুন কবির আজ সকালে সাংবাদিকদের বলেন, আমার উপর অন্যায় ভাবে হামলা করা হয়েছে। যা ছিলো পূর্বপরিকল্পিত। আমার চিৎকারে শোনে লোকজন দৌড়ে আসে তাই আমি প্রানে বেঁচে যাই। আমাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা। এ ব্যাপারে হামলাকারী মাঈনুদ্দিনের সাথে কথা বলার জন্য তার বাবাসায় গেলে তাকে পাওয়া যায়নি।

দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সুজয় মজুমদার বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামীকে আটক করার চেস্টা করছে। আসামীরা পলাতক রয়েছে।

উল্লেখ্য, মাঈনুদ্দিন গংদের এমন কর্মকান্ডে হুমায়ুন কবিরের মা সাজেদা বেগম ২০২৩ সালের ১২ মে দাউদকান্দি মডেল থানার অভিযোগ দায়ের করেন। অভিযোগ নং-১০৬৯, একই দিনে তাদের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দায়ের করেন মোশাররফ। যার নাম্বার- ১০৭০। মাঈনুদ্দিনদের অত্যাচারে হুমায়ুন কবিরের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

পিকে/এসপি
নতুন করে লড়াইয়ের জন্য তৈরী হতে হবে: ডা: শফিকুর রহমান

নতুন করে লড়াইয়ের জন্য তৈরী হতে হবে: ডা: শফিকুর রহমান