নির্বাচনী তফসিলের পক্ষে মেজর মোহাম্মদ আলীসহ বিশিষ্ট নাগরিকদের বিবৃতি প্রদান

আপলোড সময় : ২৫-১১-২০২৩ ০৯:৫৫:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৩ ০৯:৫৬:২৬ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলীসহ দেশের বিশিষ্ট ৩৮৫ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি প্রদান করেছেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও পুনঃতফশিলের দাবিতে সকল দলের অংশগ্রহণ সুনিশ্চিত করতে একটি বিবৃতি প্রদান করেছিল দেশের আরেক ১৪১ সদস্য বিশিষ্ট নাগরিক।

এর প্রেক্ষিতে শুক্রবার বিকালে দেশের ৩৮৫ জন বিশিষ্ট নাগরিকসহ দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দেশসেরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ১৪১জন নাগরিকের বিবৃতির প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি প্রদান করেন।

এ সংক্রান্ত একটি চিটি এ প্রতিবেদকের কাছে এসেছে। বিবৃতি প্রদানে দেশের উল্লেখযোগ্য নাগরিকদের মধ্যে ছিলেন সাবেক আমলা,বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সামরিক বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি, আধাসরকারি ও সায়ত্তশাসিত দপ্তরের কর্মকর্তারা।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com