ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে কুমিল্লায় জাকের পার্টি আইনজীবী ফ্রন্টের প্রতিবাদ সভা

আপলোড সময় : ৩১-১০-২০২৩ ০৯:১১:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৩ ০৯:১২:৪৯ অপরাহ্ন
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরবেলা কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ভবনের চতুর্থ তলায় লাইব্রেরীতে জাকের পার্টি আইনজীবী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার আয়োজনে স্বাধীনতাকামী ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের এর সভাপতিত্বে আইনজীবী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট টিপু সুলতান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ মাহবুবুর রহমান, সাধারণ আইনজীবী ঐক্য ফ্রন্ট কুমিল্লার আহবায়ক এডভোকেট মোঃ কামরুজ্জামান বাবুল, এডভোকেট মোঃ আক্তার হোসেন, এডভোকেট মোঃ ইসলাম ইবনে সাইখ

এডভোকেট মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, এডভোকেট মোঃ আবুল কালাম আজাদ, এডভোকেট বেলাল হোসেন, এডভোকেট মোঃ শাহাবুদ্দিন আহমেদ, এডভোকেট মুহাম্মদ সামছুল আলম, এডভোকেট সুৃমন আচার্য্য এড. মোঃ জসিম উদ্দীন প্রমুখ।

ওই সভায় বক্তারা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দাসহ অবিলম্বে হামলা বন্ধের দাবী জানান। এদিকে, ১ নভেম্বর ২০২৩ বুধবার সকালে সাধারণ আইনজীবী ঐক্য ফ্রন্ট কুমিল্লার আয়োজনে স্বাধীনতাকামী ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদে কুমিল্লা আদালত চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এতে দলমত নির্বিশেষে কুমিল্লা বারের সকল আইনজীবীগণকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন সাধারণ আইনজীবী ঐক্য ফ্রন্ট কুমিল্লার আহবায়ক এডভোকেট মোঃ কামরুজ্জামান বাবুল ও আইনজীবী ঐক্য ফ্রন্টের সদস্য সচিব এডভোকেট মোঃ টিপু সুলতান।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com