বান্দরবানে বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আপলোড সময় : ৩১-১০-২০২৩ ০২:৪৮:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৩ ০৩:০২:২৯ অপরাহ্ন
বান্দরবানের সরকার বিরোধী ও নাশকতামূলক মুলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তারা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। গ্রেপ্তারকৃতরা হলেন, মো.আনোয়ার হোসেন (৩৪), মো. লিটন (৩৭), আলী মিয়া (৩৯), বাহাদুর আলম (৪৫), আবুছালে (৪৬), মো. আলমগীর হোসেন (৩৫)। তারা বান্দরবান পৌরসভা এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল বলেন, সরকার বিরোধী ও নাশকতামূলক মুলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৬জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com