নোয়াদ্দা সবুজ সংঘ'র উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপলোড সময় : ৩১-১০-২০২৩ ০৮:৫৭:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৩ ০৯:০৭:৩৯ পূর্বাহ্ন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার নোয়াদ্দা সবুজ সংঘ ২০০১ এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকালে পূর্ব নোয়াদ্দা ব্রিজ সংলগ্ন মাঠে ওই গ্রামের তরুণরা (ছোট ও বড়) দু'টি দলে বিভক্ত হয়ে প্রীতি ফুটবল ম্যাচটিতে অংশগ্রহন করে।

ছোট দল ২-১ গোলের ব্যবধানে বড় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রীতি ফুটবল ম্যাচ শেষে আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে হাজী মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজনৈতিক ও সমাজসেবক মোঃ রিপন মিয়াজী।

বিশেষ অতিথি ছিলেন, মোঃ তৌহিদ বেকারি, মোঃ লিল মিয়া, মোঃ দেলোয়ার বেপারী, মোঃ দিলু বেপারী (সাবেক মেম্বার) এবং আব্দুল আওয়াল মিয়াজী। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ কাওসার মিয়াজী এবং মো: আনোয়ার হোসেন (সিঙ্গাপুর প্রবাসী)। সঞ্চালনায় ছিলেন মো. কবির হোসেন।

জানা যায়, ২০০১ সালে এই সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময় ফুটবল, ক্রিকেট ম্যাচের আয়োজনসহ নানাহ সামাজিক কর্মকান্ড করে আসছে।

পিকে/এসপি
 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com