কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন উপলক্ষ্যে' মাদক বিরোধী আলোচনা সভা

আপলোড সময় : ২২-১০-২০২৩ ০৩:৫৮:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৩ ০৩:৫৯:৫৮ অপরাহ্ন
দাউদকান্দি উপজেলার জনপ্রিয় ক্রিড়া সংগঠন "কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন উপলক্ষ্যে' মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কাদিয়ারভাঙ্গা গ্রামের বেগম রহিমারোশন গার্লস মাদরাসা মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মো. নূরআলম ভূঁইয়া (আলম)। উদ্বোধনী বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. খোরশেদ আলম (টাইগার)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস রহমান, এস.আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোটা: মো. শাহীন চৌধুরী, নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার।

অনুষ্ঠানে মো. হান্নান মেম্বার, শান্ত প্রধান, রাজু প্রধানসহ প্রায় দেড় শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ শিক্ষার্থী উপস্থিত ছিলো। বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে তরুণদের সামনে তুলে ধরেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com