হাজেরা খাতুন সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন নর্থ আমেরিকার উদ্যোগে প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

আপলোড সময় : ১৪-১০-২০২৩ ০২:৩০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৩ ০২:৫৬:২১ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দিতে শারীরিক প্রতিবন্ধি এক নারীকে হুইল চেয়ার উপহার দিয়েছে "হাজেরা খাতুন সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন নর্থ আমেরিকা নামের স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ সকালে দাউদকান্দির জিংলাতলী গ্রামে গিয়ে প্রতিবন্ধি নারীর হাতে হুইল চেয়ারটি তুলে দেয় সংগঠনের সদস্যরা। হুইল চেয়ার প্রদানকালে উপস্থিত ছিলো, ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক শরীফ প্রধান, নির্বাহী পরিচালক মো: শরীফ হোসাইন, পরিচালক মো: মামুন মিয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক সিয়াম প্রমূখ।

ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক শরীফ প্রধান বলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার বেলাল হোসেন (কামাল ভূঁইয়া) আমেরিকান বিমানবাহীনীর একজন প্রকৌশলী। দূর প্রবাসে থেকেও দেশের প্রতি রয়েছে তার অকৃত্রিম ভালোবাসা।

দেশের মানুষকে তিনি ভালোবাসেন। তার এই প্রতিষ্ঠানের মাধ্যমে নানাহ সামাজিক কর্মকাণ্ড করে আসছেন দীর্ঘদিন। বঞ্চিত অসহায় মানুষের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে "হাজেরা খাতুন সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন নর্থ আমেরিকা। এরই ধারাবাহিকতায় আজ আমরা একজন প্রতিবন্ধি নারীর হাতে হুইল চেয়ার তুলে দেই।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com