"খুমি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ"

আপলোড সময় : ১৩-১০-২০২৩ ০৬:১৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৩ ০৬:২১:৫১ অপরাহ্ন
পার্বত্যমন্ত্রী সহধর্মিণী মেহ্লাপ্রু বলেছেন, শিক্ষা ছাড়া কোন বিকল্প নাই। শিক্ষায় সুশিক্ষিত হয়ে সমাজের নিজ জাতিকে দেশের সামনে তুলে আনতে হবে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে রোয়াংছড়ি তারাছা দুর্গম এলাকার লংথাং পাড়া কিনিথেউ শিশু সদন স্কুল প্রাঙ্গনের খুমী শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমন মন্তব্যে করেন।

মেহ্লাপ্রু বলেন, বর্তমান আওয়ামিলীগ সরকারের আমলে দুর্গম এলাকাতে শিক্ষা,চিকিৎসা ও যোগাযোগের ব্যবস্থা ব্যপকভাবে উন্নয়ন হয়েছে। এর আগে বিএনপি সরকার আমলে তা হয়নি। তাই আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকা মার্কায় ভোট দেওয়া অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠান শেষে কিনিথেউ শিশু সদন স্কুলে পিছিয়ে পড়া ৩৮ জন খুমী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে কিনিথেউ শিশু সদনের প্রতিষ্ঠা সভাপতি সিং অং খুমী সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান সহধর্মিণী কিকিউ, মহিলা চেম্বার অব কমার্স সভাপতি থানসানি লুসাই,

কাউন্সিলর এমেচিং মারমা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা,সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ স্থানীয় ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com