নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ তোমরাই দেশের উন্নয়নে কাজ করবে : সুবিদ আলী ভূঁইয়া

আপলোড সময় : ০৮-১০-২০২৩ ০৩:৪৬:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৩ ০৩:৪৭:৫৩ অপরাহ্ন
"প্রত্যেক শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ হতে হবে। বাবা-মা তোমাদের জন্য অনেক কষ্ট করে। তাদের মুখে হাসি ফুটাতে হবে। মানবিক মানুষ হতে হবে। দেশের উন্নয়নে কাজ করতে হবে। মনদিয়ে লেখাপড়া করতে হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। তাহলেই জীবন সুন্দর হবে। না হয় সারাটা জীবন বৃথা যাবে।

প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, এখানকার অনেক স্টুডেন্ট ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সেনাকর্মকর্তাসহ সরকারী বিভিন্ন পদে চাকুরী করছে। তোমাদেরকেও তাঁদের মতো হতে হবে। জীবনে সফল হতে হবে। নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। দেশের উন্নয়নে তোমরাই কাজ করবে।

তিনি রোববার দুপুরে জুরানপুর আদর্শ ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, তিনি আরো বলেন, তোমরা লেখাপড়া করে ভালো রেজাল্ট করবে। সদা সত্য কথা বলিবে। গুরুজনকে ভক্তি করিবে। এখানে বিভিন্ন ধর্মের লোক রয়েছে। ধর্মীয় শিক্ষা অর্জন করবা। ধর্মীয় শিক্ষা জীবনে অনেক কাজে লাগবে।

কলেজ অধ্যক্ষ মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে সন্মানীত অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের।

পিকে/এসপি
 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com