দাউদকান্দিতে "হোসেন আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

আপলোড সময় : ০৮-১০-২০২৩ ১২:৫১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৩ ১২:৫২:৩৫ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ গ্রামে 'হোসেন আলী খান' ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শনিবার আমিরাবাদ খান বাড়িতে এই ফ্রী চিকিৎসা সেবা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশের সুনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান আহমদ পাবলিশার্স এর ব্যবস্থাপনা পরিচালক মেছবাহ উদ্দীন আহমদ পাশা।

বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পদকপ্রাপ্ত মতিন সৈকত, সংগঠক কাজী মোস্তফা কামাল, কবি ওয়াহিদুজ্জামান, সমাজকর্মী আলী আশরাফ খান, কবি খন্দকার আল মামুন, সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, আব্দুল্লাহ আল মারুফ, আব্দুর রহমান ঢালী, আলমগীর হোসেন, সমাজসেবী হুমায়ুন কবীর শিশির, আব্দুস সালাম, মো: আক্তারুজ্জামান প্রমূখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রুস্তম আলী খান, জয়নাল আবেদীন খান, জসিম উদ্দিন খান, মাহবুব ভূঁইয়া। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অনুষ্ঠানে অংশ নেন, ডা. মোঃ গোলাম মোস্তফা (মেডিসিন), ডা. মোঃ কাউসার খান (মেডিসিন), ডা. খাদিজা আক্তার (চক্ষু) ও ডা. মোঃ সোহেল খান (চক্ষু)।

অনুষ্ঠানে সাংবাদিক মোঃ হানিফ খানের সভাপতিত্বে ও সঞ্চালনায় মোনাজাত পরিচালনা করেন, মাও. মো: নুরুল আলম খান। অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন, আল আমিন খান, সাইদুর রহমান খান ও সোলায়মান খান।

প্রধান অতিথি বলেন, 'প্রত্যেক পরিবারেই এমন মানব সেবায় নিজেদের নিবেদিত করা অত্যাবশ্যক। সমাজের অবহেলিত মানুষের কল্যাণ করার চেয়ে বড় আর কোন কাজ হতে পারে না'।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com