বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপলোড সময় : ০৭-১০-২০২৩ ০৪:১০:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৩ ০৪:১৪:১৮ অপরাহ্ন
কুমিল্লার তিতাস উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়ায় অবস্থিত বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ নোমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মু. দেলোয়ার হোসেন পলাশ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান খোকা। শিক্ষক গোলাম কিবরিয়া ও রকিব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সেলিম সরকার

মোঃ শাহজাহান মুন্সী, মোঃ কামাল পারভেজ, মোঃ নাসির উদ্দীন মাসুম, মোঃ বশিরুল ইসলাম, মোঃ তাজিরুল ইসলাম, মোঃ রুবেল মিয়া, মোঃ আলী আসগর ও মোঃ শেখ নবী। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীদের গান, নাচ, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশনা সকলকে মুগ্ধ করে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com