"আমরা জাতি হিসেবে অনেক শক্তিশালী : মোহাম্মদ আলী

আপলোড সময় : ০৭-১০-২০২৩ ০১:৩৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৩ ০২:৩১:৫৮ অপরাহ্ন
একটা সময় ছিলো। পৃথিবীর মানুষ বাংলাদেশের মানুষকে' মানুষই মনে করতো না। কিন্তু বর্তমানে বাংলাদেশ আগের যায়গায় নেই। আমরা জাতি হিসেবে অনেক শক্তিশালী ও অনেক উন্নত। পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রীরা এখন স্বশরীরে বাংলাদেশে আসছে।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা দেশ ঘুরবা। দেশে অনেক উন্নয়ন হয়েছে। বাংলাদেশে একখন্ড রাশিয়া আছে। রুপপুর পারমানবিক কেন্দ্র ঘুরতে গেলেই সেটা দেখবা। সেখানে ৫ হাজার রাশিয়ান কাজ করছে। এতেই বুঝা যায়। আমরা জাতি হেসেবে কত উন্নত হয়েছি।

তিনি শনিবার দুপুরে উপজেলার বরকোটা স্কুল এন্ড কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের ওরিয়েন্টশ ক্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, তোমাদেরকে রাজনীতি করতে হবে। রাজনীতি করা মানেই খারাপ কিছু নয়। তুমি ভালো মন্দ যে কোন স্থানে থেকেই বেঁছে নিতে পারো। তুমি সৎ থাকলে যে কোন কাজেই থাকতে পারো। রাজনীতির মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব।

প্রতিষ্ঠানের সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: জসিম উদ্দিন, দাউদকান্দি মডেল থানার এসআই সরোয়ার জামান। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com