কুমিল্লাস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতির জরুরী বৈঠক

আপলোড সময় : ২৩-০৯-২০২৩ ১০:৫২:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৩ ১০:৫৪:২৪ অপরাহ্ন
কুমিল্লা মহানগরীর বাগিচাগাওস্থ ভাষা সৈনিক মরহুম এডভোকেট আহম্মেদ আলী সাহেবের বাসভবনে বিকাল ৫ টায় সমিতির সভাপতি ড.আতিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিশাত সালাউদ্দীনের পরিচালনায় বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় পুরাতন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার শাহজাহান খন্দকার ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলী নতুন কমিটির সভাপতি ড. আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এড. নিশাত সালাউদ্দিনের কাছে দায়িত্ব বুজিয়ে দেন।

এবং আগামী ৬ ই অক্টোবর নগরীর শিশু পার্ক সংলগ্ন নজরুল ইনস্টিটিউটে সমিতির সদস্য পরিচিতি সভা করার সিদ্ধান্ত উপনীত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তি যোদ্ধা জামিলুর রহমান, মোঃআবু ইছা কচি , কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃতারেকুর রহমান জুয়েল, মাহবুবুল আলম চপল, মোঃবাছির খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com