রাঙ্গামাটিতে স্ক্যালিং -আপ স্যানিটেশন বিষয়ক অবহিত করণ সভা

আপলোড সময় : ২০-০৯-২০২৩ ০৬:০২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৩ ০৬:০৩:৫২ অপরাহ্ন
রাঙ্গামাটির দূর্গমতাকে মাথায় রেখে রাঙ্গামাটি জেলাকে শতভাগ স্যানিটেশন কাভারেজের আওতায় নিয়ে আসা যায় সেই বিষয়ে কাজ করার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

তিনি বলেন আগামী ৩০ সালের মধ্যে সাস্টেনেবল গোল্ডের লক্ষ পুরন করতে পারি সেই লক্ষে আমাদের সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। আজ রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে স্ক্যালিং -আপ স্যানিটেশন মার্কেট সিস্টেম প্রকল্প ফেইজ -২ এর(স্যানমার্কস) প্রকল্প অবহিতকরণ সভায় তিনি এ কথা বলেন।

চট্রগ্রাম পার্বত্য অঞ্চল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো জহির উদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো আবদুল্লাহ আল মাহমুদ, ইউনিসেফ চট্রগ্রাম বিভাগের চীফ অফ ফিল্ড অফিসার মাধুবী বানার্জী,রাঙ্গামাটি জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া,

চট্রগ্রাম পার্বত্য অঞ্চলের স্যানমার্কস এর টিম লিডার মো ইমরান নিজামী,ইউনিসেফ চট্রগ্রাম বিভাগের ওয়াশ অফিসার সাফিনা জাননীন প্রমুখ। উল্লেখ ল্যাট্রিন সেবাপ্রদানকারী(রিং-স্ল্যাব তৈরীকারক) দের মাধ্যমে গ্রামীন পরিবার সমূহের সচেতনতা বৃদ্ধি, উন্নত ল্যাট্রিন সামগ্রীর সুবিধা ও

সেবা প্রদান এবং ল্যাট্রিন বাজার ব্যবস্থাপনার টেকসই উন্নয়ন এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্পৃক্তকরনের মাধ্যমে উন্নত ল্যাট্রিন সেবা নিশ্চিতকরনের লক্ষ্যে স্ক্যালিং -আপ স্যানিটেশন মার্কেট সিস্টেম প্রকল্প ফেইজ -২ এর(স্যানমার্কস) পাইলট প্রকল্পের আওতায় রাঙ্গামাটির সদর উপজেলা, কাউখালী উপজেলা, রাজস্থলী উপজেলা ও কাপ্তাই উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করছে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com