বান্দরবানে কেএনএফ এর সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় এক কেএনএফ সদস্য গ্রেপ্তার

আপলোড সময় : ১৮-০৯-২০২৩ ০৯:৩৪:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৩ ০৯:৩৬:১৪ অপরাহ্ন
বান্দরবানের রুমায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ'র সদস্যদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় বয়রাম বম (২৫)‌‌ নামে কেএনএফ এর সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি অস্ত্র।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে রুমা উপজেলার জাইঅং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কেএনএফ সদস্যের বয়রাম বম (২৫)‌‌ সে উপজেলার ব্যাথেল পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কেএনএফ এর ৬/৭ জনের একটি সশস্ত্র দল জাইঅং পাড়া এলাকায় চাঁদাবাজির জন্য যায়। সে সময় সেখানে সেনাবাহিনীর রুমা জোনের একটি টহল দল সেখানে উপস্থিত হলে উভয়পক্ষে গুলি বিনিময় হয়।

এসময় সেনাবাহিনীর গুলিতে আহত হন কেএনএফ সদস্য। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর ওই এলাকায় জনগণ আতঙ্ক দেখা দিয়েছে। বান্দরবানে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী জানিয়েছেন, আহত ব্যক্তির পায়ে ও পেটে গুলি লাগে।

সে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ ঘটনার পর ওই এলাকায় জনগণ আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে এলাকায়। এদিকে কেএনএফ এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির শান্তি আলোচনা চলার সময়েই এ ঘটনা ঘটলো।

তবে কেএনএফ তাদের ফেসবুক পেইজে এ ঘটনার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে এবং আহত ব্যক্তি তাদের কোন সদস্য নয় বলেও তারা জানিয়েছে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com