আজমল হোসেন দিশারীর নতুন গান ‘বল রে বিধি বল’

আপলোড সময় : ১৭-০৯-২০২৩ ০৩:৪৮:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৩ ০৩:৪৯:১২ অপরাহ্ন
প্রকাশ পেয়েছে শিল্পী আজমল হোসেন দিশারীর নতুন গান ‘বল রে বিধি বল’। গানটির গীতিকার ও সুরকার শিল্পী নিজেই। এ ছাড়া সৌমিত্র ঘোষ ইমন পরিচালিত গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শিল্পী নিজেই।

গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর একটি রেস্টুরন্টে গানটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য শিল্পী মানাম আহমেদ।
মানাম আহমেদ বলেন, ‘বল রে বিধি বল’ গানটির কথা ও সুর সুন্দর। আশা করি শ্রোতারা গানটি শুনবেন।

আজমল হোসেন দিশারী বলেন, এর আগে ২০১১ সালে একটি গান রেকর্ড করেছিলাম। বিশ্বকাপ চলাকালীন জাতীয় ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে গানটি গেয়েছিলাম। তবে সেই গানটি এখনও প্রকাশ হয়নি। সেই হিসেবে ‘বল রে বিধি বল’ আমার প্রথম প্রকাশিত গান। আশা করি গানটি শ্রোতারা পছন্দ করবেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com