রাঙ্গামাটিতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাংশ শিক্ষা কোটা চালুর দাবীতে মানববন্ধন

আপলোড সময় : ১৭-০৯-২০২৩ ০১:৪৯:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৩ ০২:০৪:২২ অপরাহ্ন
ইমতিয়াজ ইমন:
দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাংশ শিক্ষা কোটা চালু, পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, অবকাঠামো নির্মাণসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নের দাবিতে ছাত্র, সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা শাখা।

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। হিল উইমেন্স ফেডারেশনে রাঙ্গামাটি জেলার সভাপতি ম্রানুচিং মারমার সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চটগ্রামে বিদ্যামান, প্রথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর নানা সংকট নিরসন না করে নতুন নতুন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপপন করে পার্বত্য এলাকার মানুষের কোন লাভ হবে না।

পিছিয়ে থাকা জনগোষ্ঠির জন্য ৫শতাংশ শিক্ষা চাললুর পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় সককল বৈষম্য নিরসনের দাবি জাননান। একইসাথে দ্রুত সময়ে পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নের দাবিও জানান বক্তারা।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com