ট্রাক চাপায় লালমনিরহাট জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক ইউনুস নিহত

আপলোড সময় : ১৬-০৯-২০২৩ ১০:৫২:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৩ ১০:৫৬:০৭ অপরাহ্ন
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনুস আলী (৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার সারপুকুর ইউনিয়নের বিদ্যুৎ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাংবাদিক ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি সময়ের কন্ঠস্বর,স্বদেশ প্রতিদিন নামে দুইটি পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি ও লালমনিরহাট জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ পরিবেশন শেষ করে মোটর সাইকেল যোগে জেলার হাতীবান্ধায় নিজ বাড়িতে ফিরছিলেন সাংবাদিক ইউনুস আলী। ঘটনাস্থলে পৌছলে বুড়িমারী থেকে আসা পন্যাবাহি ট্রাক (ঢাকা মেট্রো ট -২০-০১২০) ধাক্কা দিলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাংবাদিক ইউনুস আলী।

স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে ঘাতক ট্রাক ও ইউনুসের লাশ থানায় নিয়ে যায়। আদিতমারী থানার অফিসার অনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে এই ঘটনার বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলেই মহাসড়ক অবরোধ করে নিহত ইউনুস আলীর সহকর্মী গণমাধ্যম কর্মীরা। ফলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে যান চলাচল দুই ঘন্টা বন্ধ থাকে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com