কুমিল্লায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার"

আপলোড সময় : ১৬-০৯-২০২৩ ০৫:০৪:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৩ ০৫:০৫:৩৮ অপরাহ্ন
কুমিল্লার দেবিদ্বারে অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের (মেন্দীআলী বাড়ি) মৃত হারুনুর রশিদের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০)। শনিবার দুপুরে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় ।

এ তথ্যটি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর। এরআগে গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইস্টগ্রাম এলাকায় নিয়মিত অভিযান চলাকালে উপপরিদর্শক (এসআই) নিশান চন্দ্র বল ও এএসআই মো.মশিউর রহমান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এসময় তার প্যান্টের ডান পায়ের নিচে বাধা অবস্থায় দেশীয় একটি পিস্তল ও পকেট থেকে ১০০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, গ্রেফতারকৃত আনোয়ার এর বিরুদ্ধে অস্ত্র ও ইয়াবা উদ্ধারের পৃথক দু'টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন- আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com