পার্বত্য চট্টগ্রামে অবকাঠামো ও শিক্ষার উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী: ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন

আপলোড সময় : ১৬-০৯-২০২৩ ০২:৫৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৩ ০৩:১৪:০৭ অপরাহ্ন
পার্বত্য চট্টগ্রামে প্রান্তিক জনপদে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার দিক দিয়েও সেনাবাহিনী সর্বাত্মক কাজ করে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার্জনে আরো বেশি আগ্রহী করতে সেনা রিজিয়নের পক্ষ হতে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবান সেনা রিজিয়ন মাঠ প্রাঙ্গনে ১২টি জাতিগোষ্ঠী শিক্ষার্থীর মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৬৯ পদাতিক সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি।

বই বিতরণ অনুষ্প্রঠানে ধান অতিথির ৬৯ পদাতিক সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাতেই যেন কোন শিক্ষার্থীর ঝরে না পড়ে সে বিষয়টি বিবেচনা করে নবীন ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা চাই কোন শিশু নিরক্ষর না থাকুক এবং অভিভাবকরা বাচ্চাকে যেন স্কুলে পাঠায় এ জন্য সেনা রিজিয়ন সবসময় সর্বাত্মক সহযোগিতা করে আসছে এবং আসবে। তাই বর্তমানে চলমান এই মহতী উদ্যোগগুলো পরবর্তীতেও অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন।

এসময় পাহাড়ের বসবাসরত বাঙালি, ম্রো, মারমা, বম, পাংখুয়াসহ প্রায় ১২ টি জাতিগোষ্ঠীর সাড়ে ৪শত জন শিক্ষার্থীর মাঝে সাড়ে ৫ হাজার বিভাগনুযায়ী বিনামূল্যে নতুন বই তুলে দেন প্রধান অতিথি।

 অনুষ্ঠানে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি, মেজর শায়েখ উজ জামান (জিএসও-২), প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রথম আলো সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমাসহ শিক্ষার্থী ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার উপস্থিত ছিলেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com