শেরপুরে ৩ দিন ব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা উদ্বোধন

আপলোড সময় : ১৫-০৯-২০২৩ ০৭:৪২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৩ ০৭:৪৩:২২ অপরাহ্ন
শেরপুরে ৩ দিন ব্যাপী শিশু সাংবাদিকতার উপর কর্মশালা উদ্বোধন হয়েছে।  ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে শহরের থানা মোড়স্থ হোটেল 'আয়সার ইন' এর হল রুমে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ।

হ্যালো বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম এর আয়োজনে এবং ইউনিসেফ এর সহযোগিতায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম এর শেরপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল।

 এসময় বিশেষ অতিথি ছিলেন শেরপুরের প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাক এর শেরপুর জেলা সংবাদদাতা সুশীল মালাকার।  কর্মশালা পরিচালনা করেন হ্যালো বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সহকারী সম্পাদক সৈয়দা মৌ জান্নাত।

কর্মশালায় জেলার ৬ ষ্ঠ থেকে ১০ শ্রেণিতে পড়ুয়া ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। আগামী ১৭ সেপ্টেম্বর রোববার এ কর্মশালা শেষ হবে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com