বৃষ্টির পানিতে বেরিয়ে আসলো অবিস্ফোরিত মটারশেল

আপলোড সময় : ১২-০৯-২০২৩ ০২:০১:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৩ ০২:০২:৫৮ অপরাহ্ন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বৃষ্টিতে মাটি ধুয়ে একটি অবিস্ফোরিত মটারশেল বেরিয়ে আসে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলার লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় মটারশেলটি দেখতে পায় স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় লালমাই পাহাড়ে একাধিক সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। ধারনা করা হচ্ছে সে সময়ের একটি শেল অবিস্ফোরিত ছিলো। গতকাল সোমবার লালমাই পাহাড়ে ভারি বৃষ্টিপাত হয়।

বৃষ্টিতে লালমাই পাহাড়ের বড়ধর্মপুর এলাকার মাটি সরে গিয়ে মঙ্গলবার মটারশেলটি বের হয়ে আসে। সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয়রা দেখে বিষয়টি পুলিশকে জানায়। সকালে পুলিশ ঘটনাস্থলে এসে সাধারণ মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। এবং শেলটির চারপাশে নিরাপত্তার ব্যবস্থা করে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন- ঢাকায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে৷ তারা ঘটনাস্থলে আসার পর মটারশেলটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটানো হবে। স্থানীয়দের নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com