কুমিল্লায় বজ্রপাতে কৃষিজমিতেই প্রাণ গেলো এক কৃষকের

আপলোড সময় : ১০-০৯-২০২৩ ০৮:০০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৩ ০৮:০১:৪২ অপরাহ্ন
কুমিল্লায় বজ্রপাতে নুর ইসলাম (৪০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের যশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়লই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। আমড়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে কামাল উদ্দিন জানান, যশপুর গ্রামের মঞ্জিল মিয়ার কৃষিজমিতে কাজ করছিলেন নুর ইসলাম। দুপুর ১টার দিকে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com