বান্দরবানের সীমান্তে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক

আপলোড সময় : ১০-০৯-২০২৩ ০৪:৪৬:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৩ ০৪:৪৭:৫০ অপরাহ্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সর্বশেষ অবস্থান তুলে ধরতে এক পতাকা বৈঠক করেছে বাংলাদেশ বিজিবি ও মিয়ানমার বিজিপির দুই সীমান্তবর্তী রক্ষাকারী বাহিনী।

রবিবার( ১০ সেপ্টেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ঘুমধুমে বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় ফ্রেন্ডশিপ ব্রিজের উপর এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বৈঠকে অংশ নেন, কক্সবাজার ৩৪বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী ও মিয়ানমার বিজিপির অধিনায়ক লেঃ কর্ণেল কিয়াও নাইং সোয়েসহ সীমান্তরক্ষী বাহিনীর দুই দেশের প্রতিনিধি দল।

বৈঠকে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনাসহ দুই সীমান্তরক্ষী বাহিনীর মাঝে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থা বৃদ্ধি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও দু'দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়।

এছাড়াও সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখাসহ ভবিষ্যতে সীমান্ত এলাকায় যেকোনো ঘটনা ঘটলে তা সাথে সাথে পরস্পরকে অবগত করা আহ্বান জানানো হয়। আলোচনার মাধ্যমে তা সমাধান করার বিষয়ে একমত পোষণ করেন সীমান্তের দুই অধিনায়ক।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com