"নতুন আঙ্গিকে বাজারে আসছে দৈনিক সবুজ বাংলা

আপলোড সময় : ০৯-০৯-২০২৩ ০৩:৪১:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৩ ০৫:৪৫:১৯ অপরাহ্ন
নব্বই দশকের পাঠক প্রিয় দৈনিক পত্রিকা "সবুজ বাংলা" নতুন আঙ্গিকে আবারও আসছে বাজারে । পাওয়া যাবে দেশের প্রতিটি জেলা উপজেলায়। সে লক্ষে দৈনিক সবুজ বাংলা পত্রিকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত গণমাধ্যম কর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় রাজধানী মতিঝিল অবস্থিত পত্রিকাটির কার্যালয়ে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মিলনমেলা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সবুজ বাংলা'র নির্বাহী সম্পাদক শফিক কলিম, সহ-সম্পাদক এমএ মালেক আখন্দ, যুগ্ম বার্তা সম্পাদক আতিকুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান, মফস্বল সম্পাদক সালমা আফরোজ, ফিচার এডিটর গাজী মুনছুর আজীজ, প্রধান প্রতিবেদক রকিবুল হাসান, উল্লেখ্য, আসছে ২৪ সেপ্টেম্বর পত্রিকাটি নতুন কলরবে প্রকাশিত হওয়ার কথা রয়েছে ।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com