ছাত্রলীগনেতা সফিউল্লাহ শুভ'র উদ্যোগে পাঁচগাছিয়া ইউনিয়নের ১২স্থানে ১৫ আগস্ট পালন

আপলোড সময় : ১৫-০৮-২০২৩ ০৫:৪১:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৩ ০৭:৪৮:৫২ অপরাহ্ন
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ এই দিনে নিহত ওনার পরিবারের সকল শহীদের রুহের আত্তার মাগফেরাত কামনায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাচঁগাছিয়া ইউনিয়নের ১২ স্থানে মিলাদ-মাহফিল, দোয়া, মুনাজাত ও দাবারুক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মো. সফিউল্লাহ শুভ'র উদ্যোগে ওই ইউনিয়নের শ্রীকান্তদি, পাঁচগাছিয়া, জাফরাবাদ, শ্রীরায়েরচর, গাংকান্দা ওয়ারলেস, তুলাতুলী, উত্তর বাজারখোলা, ভবানীপুর, হরিনা বাজারখোলা ও নয়াচর ঠেডালিয়া নামকস্থানে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত এসকল অনুষ্ঠান সম্পন্ন হয়।

ছাত্রলীগনেতা সফিউল্লাহ শুভ' নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিটি স্থানে যান এবং দোয়া মুনাজাতে অংশগ্রহন করেন। এসময় সাথে ছিলো, পাঁচগাছিয়া ইউনিয়ন আ'লীগ নেতা জাহাঙ্গীর আলম মিয়াজী, ইউনিয়ন আ'লীগের সদস্য বারেক মিয়াজী, মঞ্জু আলী দেওয়ান

উপজেলা স্বেচ্ছাসেবকলীগনেতা ছাগির আহাম্মেদ, দাউদকান্দি উপজেলা যুবলীগের সদস্য মো. শরীফুল ইসলাম, সদস্য আলীনূর, পাঁচগাছিয়া ইউনিয়ন আ'লীগনেতা সাইফুল মিয়াজী, রোবেল সরকার, মুক্তার সরকার, ও পাঁচগাছিয়া ইউপি ছাগলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

পিকে/এসপি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com