কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ’র এইসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ১৩-০৮-২০২৩ ০৯:০৪:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৩ ০৯:০৫:২৭ অপরাহ্ন
কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর এইসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ আপগস্ট) সকালে কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম নার্গিস আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলী রহমান তিন্নী, সহকারী কমিশনার অতিশ সরকার, কলেজ কো-অর্ডিনেটর মুমিনুল ইসলাম ও প্রভাষক লোকমান হোসেন।

সঞ্চালনা করেন কলেজ শিক্ষক মোঃ শাহাদাত হোসেন। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের আলোকিত মানুষ হয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। শেষে বিদায়ী শিক্ষার্থী সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com