মিস এভারগ্রিন বাংলাদেশ প্রতিযোগিতার নিবন্ধন চলছে

আপলোড সময় : ১২-০৮-২০২৩ ০১:১৪:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৩ ০১:১৬:০৯ অপরাহ্ন
শিগগিরই শুরু হচ্ছে ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’ প্রতিযোগিতা। এরই মধ্যে নিবন্ধন প্রক্রিয়াও চলছে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তরুণীরা এতে অংশ নিতে পারবেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে এবং অবিবাহিত।

উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক কিংবা ও-লেভেল পাশ। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট। নিবন্ধন করা যাবে বিনামূল্যে।
বিস্তারিত জানা ও আবেদনপত্র পাওয়া যাবে www.facebook.com/missevergreenbd ফেইসবুক লিংকে।

প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার মেসবাহ্-উল-আলম সাজু বলেন, এর আগে দেশে নানা ধরণের সৃজনশীল মেধা অন্বেষণ হয়েছে। তবে আমরা সেসব ধারার বাইরে কিছু করার চিন্তা করছি। সে লক্ষেই এ প্রতিযোগিতার আয়োজন। আশা করি এর মাধ্যমে নতুন কিছু মেধাবী মুখ অন্বেষণ করতে পারব, যারা দেশ-বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com