ডিবি পরিচয়ে টাকা আদায়ের অভিযোগে

কুমিল্লার লাকসামে ৬ ভুয়া ডিবি গ্রেপ্তার"

আপলোড সময় : ১০-০৮-২০২৩ ০৮:৩৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৩ ০৮:৩৭:২৩ অপরাহ্ন
কুমিল্লার লাকসামে ডিবি পরিচয়ে এক বাসার মালিককে জিম্মি করে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাকসাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিমগাঁও উপজেলা পরিষদের দক্ষিণ গেইট সংলগ্ন বিসমিল্লাহ হাউজে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিসমিল্লাহ হাউজের ভাড়াটিয়া শান্তি মনি চাকমা বাদী হয়ে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, বিসমিল্লাহ হাউজের মালিক শান্তি মনি চাকমার বাসায় প্রবেশ করে লাকসাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের রাজঘাট বেপারী পাড়ার

আবু তাহেরের ছেলে রোবেল মিয়া একই পাড়ার ( ৪০), মৃত. সৈয়দ আহমদের পুত্র আহমদ সাকিব (২২), দিদার হোসেনের পুত্র শাহাদাত হোসেন (২৬), আবুল খায়েরের ছেলে মোস্তফা কামাল (২৫), আক্কাস মিয়ার ছেলে রবিউল হোসেন ওরপে রোবেল (৩১) ও আবদুল কাদেরের ছেলে রিয়াদ হোসেন (২৭) কে গ্রেফতার করেন।

গ্রেপ্তারকৃতরা শান্তি মনি চাকমার বাসায় প্রবেশ করে চাঁদা দাবি, জোরপূর্বক স্ট্রাম্পে স্বাক্ষর, তুলে নিয়ে মামলার দেয়ার ভয় দেখিয়ে ১৭ হাজার টাকা দাবী করেন।

লাকসাম থানা ওসি আবদুল্লাহ আল মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসা-বাড়ীতে প্রবেশ করে এবং ব্যবসায়ী ও পথচারীকে জিম্মি করে চাঁদা দাবি, জোরপূর্বক স্ট্রাম্পে স্বাক্ষর, ডিবি পরিচয়ে তুলে নিয়ে মামলার দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করে। তাদের বিরুদ্ধে বাসার ভাড়াটিয়া শান্তি মনি চাকমা বাদী হয়ে মামলা করেছে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com