দাউদকান্দিতে মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পাচ্ছে আরও ৯০টি ভূমিহীন পরিবার

আপলোড সময় : ০৮-০৮-২০২৩ ০৬:১৮:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৩ ০৬:২০:০৭ অপরাহ্ন
মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে জমি ও ঘর পাচ্ছে আরও ৯০টি ভূমিহীন পরিবার। আগামীকাল বধুবার (৯ আগস্ট)সকালে একযোগে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্য দিয়ে চতুর্থ পর্যায়ে উপজেলার ৯০টি ভূমি ও গৃহহীন পরিবার আনুষ্ঠানিকভাবে জমি ও ঘর পেতে যাচ্ছে। মঙ্গলবার (০৮আগস্ট)বিকালে দাউদকান্দি উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসান।

দাউদকান্দি উপজেলায় মোট ৪৭৬টি ঘরের মধ্যে ৩৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এই উপহার প্রদান করা হয়েছে। বুধবার(৯ আগস্ট) চতুর্থ পর্যায়ে (১ম ধাপে)৯০ টি ঘরসহ মোট ৪৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হবে।

এ বছরের মধ্যে বাকী ২৬টি ঘর হস্তান্তরের মধ্যে দিয়ে দাউদকান্দি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হবে ৷ এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.জিয়াউর রহমান৷

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com