কুমিল্লায় জোরপূর্বক ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

আপলোড সময় : ০৮-০৮-২০২৩ ০৫:২২:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৩ ০৫:২৪:০০ অপরাহ্ন
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে প্রেমের সম্পর্কের জের ধরে জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মহিন নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ বিনই নোয়াপাড়া গ্রামের মৃত আঃ জলিল মিয়ার ছেলে মোঃ মহিন উদ্দিন (২৮)।

মামলার বিবরণে জানাযায়- ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৬টার পূর্বে যেকোন সময় কুমিল্লা লাকসাম থানাধীন গোপালপুর গ্রামের শাহ আলমের বাড়ীতে পরিত্যক্ত ঘরে আসামি মহিন উদ্দিন ভিকটিম নাছিমা আক্তার (২৪) কে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করিয়া গলায় ও মুখে কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে হাতা পা বেঁধে ঘটনা স্থলে ফেলিয়া পালিয়ে যায়।

এ ব্যাপারে ঐদিন নিহতে ভাই কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন জয়নগর দক্ষিণ পাড়া হাজী বাড়ীর জুনাব আলীর ছেলে ফজলে রাব্বী বাদী হয়ে একই জেলার লাকসাম উপজেলার দক্ষিণ বিনই নোয়াপাড়া গ্রামের মৃত আঃ জলিল মিয়ার ছেলে মোঃ মহিন উদ্দিন (২৮) কে আসামি করে

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯ (২) ধারার বিধানমতে মামলার রুজু করেন ( যাহার জি. আর ৩৫/২০১৯, লাকসাম থানার মামলা নং-২৪)। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন মামলায় উল্লেখিত ঘটনার তদন্তপূর্বক রাষ্ট্রপক্ষে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৯ সালের ২৬ ডিসেম্বর বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং ১৯২)।

পরবর্তীতে মামলাটি বিচারে আসিলে রাষ্ট্রপক্ষে মানীত ১৫জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি মোঃ মহিন উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থ দণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত।

রায়ে আরও উল্লেখ করেন যে, আসামীর মৃত্যু দন্ডাদেশ মাননীয় হাইকোর্ট ডিভিশন কর্তৃক অনুমোদন (confirmation)বসাপেক্ষে তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে গলায় ফাঁসির রজ্জু দ্বারা ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি এডভোকেট প্রদীপ কুমার দত্ত।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com