দাউদকান্দি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন

আপলোড সময় : ০৭-০৮-২০২৩ ০৩:৫৪:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৩ ০৩:৫৮:২২ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দিতে  বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে৷ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "দাউদকান্দি উন্নয়ন ফাউন্ডেশন-এই কর্মসূচীর উদ্বোধন করে।

সোমবার(৭ আগস্ট) দুপুরে দাউদকান্দি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে দাউদকান্দি পৌরসভার ১নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামের প্রায় ১কিলোমিটার রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে এবং পৌরসভার সকল ওয়ার্ডে এই বর্ষা মৌসুমে বৃক্ষরোপন কর্মসূচী চলমান থাকবে৷

এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান বাহলুল ও সাধারন সম্পাদক বিল্লাল মিয়াজী, শিক্ষক আবু বকর সিদ্দিক, বন্ধু চুলার প্রধান সরবরাহকারী ফজলে রাব্বী , সাবেক কৃষি অফিসার আবু তাহের মোল্লা ও সমাজকর্মী তৌফিক রুবেল, দৌলতপুর গ্রামের আলাউদ্দিন ও শামসুদ্দিন৷

এসময় সমাজকর্মী তৌফিক রুবেল জানান, গাছ পরিবেশ ও মানুষদের জন্য ঢাল স্বরূপ। ভবিষ্যত পৃথিবীর জন্য জলবায়ু নিয়ন্ত্রণে গাছের ভূমিকা অপরিসীম। পৃথিবীতে যত বেশি গাছ রোপণ হবে ততবেশি কার্বন নি:সরন হবে,মানবজাতির অক্সিজেন এর ঘাটতি দূর হবে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে৷

সবাইকে বেশি করে বৃক্ষরোপন করার জন্য পরামর্শ দেন। বৃক্ষ রোপনের মধ্য দিয়ে সুন্দর পৃথিবী গড়ে তোলার আহবান জানান তিনি।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com