লিখিত ও ভাইবা পরীক্ষার মাধ্যমে

দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হলেন কবির হোসেন

আপলোড সময় : ২৮-০৭-২০২৩ ১২:২২:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৩ ১২:২৮:৩১ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের উপস্থিতিতে স্বচ্ছতার ভিত্তিতে, কোন ধরনের প্রভাব বা ঝামেলা ছাড়াই এই লিখিত ও ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ১২ টায় ওই স্কুলে লিখিত ও ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত পরীক্ষায় সহকারী প্রধান শিক্ষক পদে ৩২ জন প্রার্থীর মধ্যে ২০জন অংশগ্রহণ করেন। নিদিষ্ট সময়ে পরীক্ষা শেষে লিখিত ও ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হন দেবিদ্বার ছায়েদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির হোসেন।

জানা যায়, তিঁনি শিক্ষা জীবনে বিএডএ প্রথম স্থান, গণিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কবির হোসেন কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ভাগশিতারাশপুর গ্রামের শিশু মিয়ার ছেলে।

এই বিদ্যালয়ে একটি স্বচ্ছ, প্রভাবমুক্ত ও আর্থিক লেনদেনমুক্ত শিক্ষক নিয়োগ হওয়ায় স্থানীয় অনেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানসহ নিয়োগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com