ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি বিশ্বরোডে "ইউরো কোচ বাস কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে বিশ্বরোডে অবস্থিত মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলায় মিলাদ ও দোয়ার মাধ্যমে কাউন্টারে অফিস উদ্বোধন করা হয়।
উপজেল তাঁতীলীগ আহ্বায়ক ও কাউন্টারের পরিচালক মো. রোবেল মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মাদ আলী। বিশেষ অতিথি ছিলো, কুমিল্লা উত্তরজেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন রকিব, ইউরো কোচ পরিবহনের চেয়ারম্যান দিদারুল ইসলাম, এমডি মেজবাহুল হক, জিএম নাজমুল হাসান, ঢাকা মহানগর দ: শ্রমিক কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম প্রধান সেতু।
এসময় উপস্থিত ছিলো, তাঁতীলীগ উপজেলা শাখার যুগ্মআহ্বায়ক সাত্তার সরকার, আবুল হোসেন সজীব, নাজমুল প্রধান সোহাগ, সদস্য রায়হান, জামাল, জাহিদ খাঁন ও নুরুজ্জামান।
এই পরিবহনে এসি-ননএসি গাড়ীর মাধ্যমে চেয়ারকোচ, বিজনেসক্লাস স্লিপার সিটে বসে দাউদকান্দি থেকে কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বরিশাল, যশোর, বেনাপোল, কোলকাতা, কুয়াকাটা যাতায়াত করা যাবে।
পিকে/এসপি
উপজেল তাঁতীলীগ আহ্বায়ক ও কাউন্টারের পরিচালক মো. রোবেল মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মাদ আলী। বিশেষ অতিথি ছিলো, কুমিল্লা উত্তরজেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন রকিব, ইউরো কোচ পরিবহনের চেয়ারম্যান দিদারুল ইসলাম, এমডি মেজবাহুল হক, জিএম নাজমুল হাসান, ঢাকা মহানগর দ: শ্রমিক কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম প্রধান সেতু।
এসময় উপস্থিত ছিলো, তাঁতীলীগ উপজেলা শাখার যুগ্মআহ্বায়ক সাত্তার সরকার, আবুল হোসেন সজীব, নাজমুল প্রধান সোহাগ, সদস্য রায়হান, জামাল, জাহিদ খাঁন ও নুরুজ্জামান।
এই পরিবহনে এসি-ননএসি গাড়ীর মাধ্যমে চেয়ারকোচ, বিজনেসক্লাস স্লিপার সিটে বসে দাউদকান্দি থেকে কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বরিশাল, যশোর, বেনাপোল, কোলকাতা, কুয়াকাটা যাতায়াত করা যাবে।
পিকে/এসপি