মারুকা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ড. খন্দকার মোশাররফ হোসেনের রোগ মুক্তি কামনায় দোয়া

আপলোড সময় : ১১-০৭-২০২৩ ১০:৫৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৩ ১১:৪৮:৪৭ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মুন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের রোগ মুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওই ইউনিয়নের কমিটি গঠন  গ্রামে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক সাইফুল আলম পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মারুকা ইউনিয়ন যুবদলনেতা রহমত উল্লাহ বেপারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহআলম মেম্বার, মিজান পাটোয়ারী, হারুন মোল্লা প্রমূখ।

এসময় জাকির মেম্বার, তাফাজ্জল, আলমগীর, আনোয়ার খলিফা, আবুল বাশার, মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ প্রায় ৫ শতাধীক নেতা-কর্মী উপস্থিত ছিলো।

আলোচন সভায় বক্তারা বলেন, স্যার দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক সেই দোয়া করি। মারুকা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী স্যারের যে কোন নির্দেশ পালন করতে প্রস্তুত আছে। তারা আরো বলেন, সাইফুল আলম পাটোয়ারিকে উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক করায় আমরা আনন্দিত।

দক্ষিন অঞ্চলে এতবড় পদবী আমরা কমই পেয়ে থাকি। সাইফুল পাটোয়ারির নেতৃত্বে মারুকা ইউনিয়নের নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামীদিনে দলীয় সকল কর্মসূচী পালন করতে এগিয়ে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতি সেটাই প্রমান করছে।
আলোচনা শেষে ওই ইউনিয়নের কমিটি গঠন করার লক্ষে নেতাকর্মীদের নাম প্রস্তাব করার নির্দেশ প্রদান করা হয়।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com