সম্প্রতি সম্পন্ন হওয়া পাঁচ সিটি নির্বাচনের মতো আগামী জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পাঁচ সিটির মতো জাতীয় নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে। কিন্তু সংঘাতের উসকানি দিচ্ছে বিএনপি। দলটি গুজব আর ষড়যন্ত্রে ব্যস্ত।
তারা নির্বাচনি অঙ্গন ক্রমশ সংঘাতময় করার অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের কাছে নালিশ না করে বিদেশিদের কাছে নালিশে মগ্ন বিএনপি। তারা ভোটারদের কাছে না গিয়ে বিদেশিদের কাছে যাচ্ছে। বিএনপি বিদেশিদের নিষেধাজ্ঞার দিকে তাকিয়ে আছে।
ক্ষমতার বাইরে থাকলেও আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না বলে জানান কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও সংবিধানের আলোকে নির্বাচনে যাবে।
পিকে/এসপি
বুধবার (৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পাঁচ সিটির মতো জাতীয় নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে। কিন্তু সংঘাতের উসকানি দিচ্ছে বিএনপি। দলটি গুজব আর ষড়যন্ত্রে ব্যস্ত।
তারা নির্বাচনি অঙ্গন ক্রমশ সংঘাতময় করার অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের কাছে নালিশ না করে বিদেশিদের কাছে নালিশে মগ্ন বিএনপি। তারা ভোটারদের কাছে না গিয়ে বিদেশিদের কাছে যাচ্ছে। বিএনপি বিদেশিদের নিষেধাজ্ঞার দিকে তাকিয়ে আছে।
ক্ষমতার বাইরে থাকলেও আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না বলে জানান কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও সংবিধানের আলোকে নির্বাচনে যাবে।
পিকে/এসপি