মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের বই উপহার

আপলোড সময় : ০৪-০৭-২০২৩ ০২:০৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৩ ০২:০৯:৫৫ অপরাহ্ন
প্রতি বছরের মতো এবারও মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপলক্ষে শিশু-কিশোরদের নতুন বই উপহার দেয়া হয়েছে। আজ ২ জুলাই বিকেলে চাঁদপুর সদর উপজেলার নানুপুর গ্রামের গাজী বাড়িতে এ বই দেয়া হয়।

ঈদের সালামি হিসেবে বাড়তি আনন্দ দিতে এবারসহ ২৩টি ঈদে শিশু-কিশোরদের বই দেয়া হয়েছে। বই দিয়ে এবারের কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন শিশু সাহিত্যিক ফারুক হোসেন, নাফে নজরুল ও মামুন সারওয়ার। শিশু-কিশোরদের হাতে বই তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গাজী মুনছুর আজিজ।

২০০১ সালে গাজী মুনছুর আজিজের উদ্যোগে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাকাল থেকে ফাউন্ডেশনের উদ্যোগে পাঠাগার পরিচালনা, বৃক্ষ রোপণ, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন, শিক্ষাবৃত্তি প্রদান, ইলিশ আড্ডা, ‘ঈদ উৎসব’ ছড়া ম্যাগাজিন প্রকাশসহ নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

প্রতিষ্ঠাতা গাজী মুনছুর আজিজ বলেন, আমরা চাই শিশু-কিশোররা পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল বই পাঠে আগ্রহী হয়ে উঠুক, সেজন্যই এ বই উপহার দেয়া।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com