বক্তারপুর ইউপি চেয়ারম্যানের সাথে মাকসুদ খানের ঈদ শুভেচ্ছা বিনিময়

আপলোড সময় : ০৩-০৭-২০২৩ ১২:১২:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৩ ১২:৪৩:৩৩ অপরাহ্ন
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আখন্দ (ফারুক)'র সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেন ওই উপজেলার জমিদার বাড়ীর কৃতিসন্তান, অনলাইন নিউজ পোর্টাল প্রধান খবর'র চীফ এডিটর, সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান (মাকসুদ)।

জানা যায়, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, মাকসুদ খানের বড় ভাই শাহাদাৎ হোসেন খান শাহদেল মিয়া এবং পুত্র শাহবাজ খান মাশফি। শুভেচ্ছা বিনিময় শেষে বক্তারপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে উভয়ে আলোচনা করেন।

চেয়ারম্যান আতিকুর রহমান আখন্দ ফারুক তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা জানিয়ে বলেন, তিনি যতদিন চেয়ারম্যান আছেন, ততদিন এলাকা ও জনগণের কল্যাণে কাজ করে যাবেন।

মাকসুদ খান জানান, ঈদ ছুঁটিতে নিজ গ্রামে এসেছি। এখানকার মাটি ও মানুষের সাথে আমার পূর্বপুরুষদের নিবিড় সম্পর্ক ছিলো। আমি কালিগঞ্জের জমিদার আব্দু মিঞার বংশধর। মানুষের সাথে সম্পর্ক রাখা, কুশল বিনিময় আমাদের পারিবারিক ঐতিহ্য। তাই, ঈদ পরবর্তী সময়ে নিজ গ্রাম ও ইউনিয়নের সাধরণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করি।

চেয়াম্যান আতিকুর রহমান ফারুক'এর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করি। ইউনিয়নবাসীর উন্নয়নে তার সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা জেনে ভালো লাগলো। ওনার উজ্বল ভবিষ্যৎ কামনা করছি।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com