মারুকা ইউনিয়নবাসীকে ঈদ-উল আযহার শুভেচ্ছা

আপলোড সময় : ২৫-০৬-২০২৩ ০৩:৪২:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৩ ০৩:৪৫:০১ অপরাহ্ন
আসছে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ওই ইউনিয়নের সমাজ সেবক, রাজনৈতিক ও ইতালী প্রবাসী মো. নাজির প্রধান।

তিঁনি বলেন, পবিত্র ঈদ-উল আযহায় পশু কুরবানীর মাধ্যমে আমাদের মনের পশু কুরবানী হউক। শান্তি শৃঙ্খলায় পরিপূর্ণ হউক আমাদের গ্রাম ও সমাজ। মানুষে মানুষে বন্ধনে পরিপূর্ণ হউক। আমরা যেন সমাজের অসহায় মানুষের পাশে থাকতে পারি সর্বদা।

এই হউক আমাদের কুরবানীর শিক্ষা। এই ঈদ বয়ে আনুক মারুক ইউনিয়নের প্রতিটি পরিবারে অনাবিল সুখ ও শান্তি। ঈদ মোবারক।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com