ঢাকায় এক শোরুমে পাওয়া যাচ্ছে ইন্ডিয়া ও পকিস্তানের এক্সক্লুসিভ সব ব্র্যান্ডের নারীদের পোশাক ও বই

আপলোড সময় : ২২-০৬-২০২৩ ০৯:১৬:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৩ ০৯:১৮:০৫ অপরাহ্ন
ঢাকায় এক শোরুমে পাওয়া যাচ্ছে ইন্ডিয়া ও পকিস্তানের এক্সক্লুসিভ সব ব্র্যান্ডের নারীদের পোশাক। সেই সঙ্গে দেশি বিদেশি বই। ‘তারা ড্রেস কেমিস্ট্রি অ্যান্ড বুকস’ নামের এ শপে মিলবে এসব পোশাক ও বই।

বিশেষ করে ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের ও পাকিস্তানের বিভিন্ন ব্র্যান্ডের আনস্টিচ থ্রি-পিস পাওয়া যাবে এখানে। এসব পোশাকে ঈদুল আজহা উপলক্ষ্যে চলছে ৫ শতাংশ মূল্যছাড়।

সেরা ব্র্যান্ডগুলোর মধ্যে আছে, আগা নূর, খাদি, এথনিক, গুল আহমেদ, জাইনাব চোট্টানি, কালামকার, এলান, ক্রিজমা, সানা সাফিনাজ, মারিয়া বি, কোকো বাই যারা শাহজাহান, এলাফ, ইজনিক, বারোক ইত্যাদি।

এ ছাড়া তারা’র কো-ব্র্যান্ড টেইলারে পাওয়া যাবে নিজস্ব ডিজাইনের তৈরি পোশাক। সেই সঙ্গে তারা বুকসে থাকছে দেশি-বিদেশি বইয়ের কালেকশন। শোরুমের পাশাপাশি তারা’র পণ্য কেনা যাবে অনলাইনে।

সারা দেশে ক্যাশঅন ডেলিভারির সুবিধা আছে। শোরুম : গাইড হাউস, নাটক সরণি (ভিকারুন্নেসা স্কুল গেট নং-২), বেইলি রোড,   এবং রোড-১১, হাউস-৩২, ব্লক-জি। বনানী, ঢাকা। ফেইসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে থাকছে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com