কুমিল্লায় বিদেশ ফেরত অভিবাসীদের জ্ঞান ও তথ্যের প্রচার বিষয়ক মতবিনিময় সভা

আপলোড সময় : ২১-০৬-২০২৩ ০৯:২৪:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৩ ০৯:২৫:২৩ অপরাহ্ন
কুমিল্লায় বিদেশ ফেরত অভিবাসীদের টেকসই পুণরেকত্রীকরণের জ্ঞান ও তথ্যের প্রচার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউণ্ডেশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জাসিয়া খাতুন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌস।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ সোহরাওয়ার্দী হোসেন ও পোগ্রাম অফিসার শাহানাজ ফারজানা।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com